Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

ভারত থেকে হিন্দুত্ব মুছে ফেলার হুমকি দিল! তীব্র ক্ষোভে ভারতীয়রা! এবার কি করবে ভারত?

Updated :  Friday, August 16, 2019 1:22 PM

অরূপ মাহাত: জম্মু কাশ্মীর থেকে ৩৭০ ধারা তুলে নেওয়ার প্রতিবাদে ভারতে হামলা চালানোর হুমকি দিল বেশ কয়েকটি সংগঠন। বেশ কিছুদিন ধরেই পাক অধিকৃত কাশ্মীরে জঙ্গি গোষ্ঠীগুলোর সক্রিয়তা লক্ষ্য করা যাচ্ছে। পাকিস্তানের মাটিকে ব্যবহার করে ভারতের বিরুদ্ধে আবার জঙ্গি কার্যকলাপ শুরু করেছে জঙ্গিগোষ্ঠীগুলো। পাক অধিকৃত কাশ্মীরের মুজাফফরাবাদে নিষিদ্ধ জঙ্গি গোষ্ঠীগুলোর মদতে শুরু হয়েছে ভারত বিরোধী বিক্ষোভ।

জঙ্গি সংগঠনগুলি পাক অধিকৃত কাশ্মীরের মাটিকে ব্যবহার করে একটি ভিডিও প্রকাশ করেছে। তাতে সরাসরি ভারতে আক্রমণের হুমকি দেওয়া হয়েছে। হিজবুল মুজাহিদিন ও ইউনাইটেড জিহাদ কাউন্সিল এই হামলায় নেতৃত্ব দিতে পারে বলে গোয়েন্দা সূত্রের খবর। মুজাফফরাবাদের বিক্ষোভ মিছিল থেকে ভারত বিরোধী তীব্র ক্ষোভ ও হিংসাত্মক মনোভাব প্রকাশ করে জঙ্গি নেতারা। হিজবুলের দুই মাথা খালিদ সইফুল্লা ও নইব আমির এই বিক্ষোভে নেতৃত্ব দেয়। সেখানেই ভারত থেকে হিন্দুত্ব মুছে ফেলার ডাক দেওয়া হয়।

ভারতের বিভিন্ন জায়গায় ধারাবাহিক হামলার ছক কষছে জঙ্গি সংগঠনগুলো। এই বিষয়ে সতর্কতা জারি করেছে গোয়েন্দা দপ্তর। বাড়ানো হয়েছে কাশ্মীরের নিরাপত্তা।