অরূপ মাহাত: কাশ্মীর ইস্যুকে কেন্দ্র করে সুর চড়িয়েছে পাকিস্তান। চিনের সহায়তায় রাষ্ট্রসংঘে বিষয়টি উত্থাপন করতে সফল হয় ইমরান খানের প্রশাসন। অন্যদিকে পাক অধিকৃত কাশ্মীরে জঙ্গি ক্রিয়াকলাপ পুনরায় সক্রিয়তা লাভ করেছে। ভারতের স্বাধীনতা দিবসের সন্ধ্যায় সীমান্তে উত্তেজনা বাড়িয়ে পাক হানা ঘটলে ভারতীয় সেনারাও যোগ্য জবাব দেয়। দুপক্ষের গুলি বর্ষণে তিন পাক সেনা নিহত হয়।
এরই প্রেক্ষিতে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহের একটি মন্তব্য ঘিরে বিতর্ক ছড়ায়। ‘নো ফার্স্ট ইউজ’ প্রসঙ্গে ট্যুইট করে তিনি জানান, পরিস্থিতির উপর নির্ভর করছে নিয়মের পরিবর্তন করবো কিনা। এই নিয়ে বিতর্কের সৃষ্টি হলে তিনি জানান, নিয়মের কোন পরিবর্তন হবে না।
পরমাণু অস্ত্রের ব্যবহার ভারত আগে করবে না। এই নিয়ম মেনে আসছে ভারত। তবে বর্তমান ঘটনা পরম্পরায় পাকিস্তানের সাথে যুদ্ধের পরিস্থিতি তৈরি হলে ভারত কি পাকিস্তানে পারমাণবিক হামলা চালাতে পারে? আজ, শুক্রবার প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর মৃত্যু দিবসে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং তাঁকে স্মরণ করতে গিয়ে পরমাণু অস্ত্র আগে ব্যবহার করার কথা বলেন।