সময় মত স্কুলে পৌঁছেছেন শিক্ষক কিন্তু ছাত্রদের পড়ানোর মত ক্ষমতা তার নেই। চেয়ারে বসে টেবিলে মাথা রেখেই ঘুমিয়ে পড়েছেন তিনি। ছাত্রদের দাকেও সারা দেন না তিনি। অবশেষে স্থানীয়দের ডাকে চেতনা ফেরে তার। পরে জানা যায় আসল ঘটনা। আগের দিন রাতে অতিরিক্ত মদ্যপান করায় তিনি ঘুমিয়ে পড়েছেন।ঘটনাটি ঘটেছে ছত্তিশগড়ের যশপুর জেলার তুরাংখর প্রাথমিক বিদ্যালয়ের অভিযুক্ত ওই শিক্ষকের নাম অজয়দান মিঞ্জ। দেখুন সেই ভিডিও।
মদের নেশায় এ কি হাল শিক্ষকের, কি করলেন দেখুন! (ভাইরাল ভিডিও)

Updated : Friday, August 2, 2019 2:04 PM













New Movies to Watch This Weekend — ‘The Running Man,’ ‘One Battle After Another,’ ‘Nobody 2’ Drop Big Releases