ভারত বার্তা,ওয়েব ডেস্কঃ এক মদ্যপ ব্যক্তি এইচএসআর লেআউট লোকালয়ের একটি ফুটপাথে পথচারীদের উপর দিয়ে গাড়ি চালানোর ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।ঐ চালককে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে এবং আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। মদ্যপ চালকের বিরুদ্ধে মামলা দায়ের করে অভিযুক্তের বিরুদ্ধে ড্রিংক এ্যান্ড ড্রাইভ অ্যাক্টের মামলা রুজু করা হয়েছে। ঘটনার জেরে পুরো বেঙ্গালুরু শহর জুড়ে নিন্দার ঝড় উঠেছে অভিযুক্তকে কঠোর শাস্তি দেওয়ার দাবি তুলেছেন বিশিষ্টরা। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
#WATCH Bengaluru: A drunk person drove his car over pedestrians on a footpath at HSR Layout locality. The driver was taken into police custody & injured were admitted to hospital. Case registered. #Karnataka pic.twitter.com/mmS8e69MPw
— ANI (@ANI) August 19, 2019














New Movies to Watch This Weekend — ‘The Running Man,’ ‘One Battle After Another,’ ‘Nobody 2’ Drop Big Releases