সুন্দরবন নামখানা ও কাকদ্বীপের সমস্ত নদীর ঘাটের ধারে সারি সারি দাঁড় করানো হয়েছে ট্রলার। বাকি বিভিন্ন দিকে চলছে পুলিশের মাইকিং। আবহাওয়া দপ্তর থেকে নোটিশ দিলেন উত্তাল সমুদ্রের। আগামী 72 ঘন্টা সতর্কতা জারি করেছেন দীঘা, মন্দারমনি, তাজপুর, শংকরপুর ও পূর্ব মেদিনীপুর সহ উপকূলবর্তী এলাকা। সতর্ক করা হয়েছে মৎস্যজীবীদেরও গত কয়েকদিন থেকে ফিরে এসেছে ট্রলার। মাছ বিক্রি করে প্রত্যহ খরচ মিলবে কিনা তা নিয়ে অভিযোগ মালিকদের। হতে পারে বন্ধ বহু ট্রলার।
রাজ্য জুড়ে নিম্নচাপ, প্রবল বৃষ্টি রাজ্যের এই জেলাগুলিতে, জানালো আবহাওয়া দপ্তর!

Updated : Thursday, August 8, 2019 4:57 AM













