সবুজ ত‍্যাগ, গেরুয়া শোভন!

সমস্ত জল্পনার অবসান।কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায় এবং তার বান্ধবী বৈশাখী বন্দ‍্যোপাধ‍্যায় দিল্লির সদর দফতরে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করলেন।দীর্ঘদিন ধরেই শোভনকে নিয়ে আলোচনা চলছিল রাজনৈতিক মহলে।দিল্লিতে বিজেপির সদর দফতরে…

Avatar

সমস্ত জল্পনার অবসান।কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায় এবং তার বান্ধবী বৈশাখী বন্দ‍্যোপাধ‍্যায় দিল্লির সদর দফতরে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করলেন।দীর্ঘদিন ধরেই শোভনকে নিয়ে আলোচনা চলছিল রাজনৈতিক মহলে।দিল্লিতে বিজেপির সদর দফতরে শোভনের সঙ্গে রয়েছেন দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘীর তৃণমূল বিধায়ক দেবশ্রী রায়।এই যোগদানের অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন বিজেপির কার্যকরী সভাপতি জে পি নাড্ডা, পশ্চিমবঙ্গের দায়িত্বপ্রাপ্ত পর্যবেক্ষক অরবিন্দ মেনন,সহ অন্যান্য বিজেপির নেতৃত্ব।এদিন রাজ‍্য বিজেপির সাধারণ সম্পাদক সায়ন্তন বসু বলেন, আগামী ছয় মাসের মধ্যে তৃণমূল কংগ্রেসের সব ইট খসে পড়বে।সমস্ত পিলার আস্তে আস্তে করে খসে পড়বে।বিজেপি নেতা মুকুল রায় বলেন, কলকাতা করপোরেশন বিজেপি দখল করবে।রাজ‍্যের মানুষ আর তৃণমূলকে চাইছে না।