আগামী মরশুমের আইপিএলে KKR-এ দেখা যাবে এই ক্রিকেটারকে!

সুরজিৎ দাস : সব কিছু ঠিকঠাক চললেই আগামী মরশুমের আইপিএলে কলকাতা নাইট রাইডার্সে দেখা যাবে ব্রান্ডন ম্যাকুলাম কে। যদিও ক্রিকেটার হিসেবে তিনি যোগ দিচ্ছেন না সূত্রের খবর সহকারী কোচ তথা…

Avatar

সুরজিৎ দাস : সব কিছু ঠিকঠাক চললেই আগামী মরশুমের আইপিএলে কলকাতা নাইট রাইডার্সে দেখা যাবে ব্রান্ডন ম্যাকুলাম কে। যদিও ক্রিকেটার হিসেবে তিনি যোগ দিচ্ছেন না সূত্রের খবর সহকারী কোচ তথা ব্যাটিং কোচের ভূমিকায় দেখা যাবে তাকে। সালটা ২০০৮ আইপিএল এর প্রথম ম্যাচে কলকাতার জার্সিতে ম্যাকুলামের ১৫৮ রানের দগদগে ইনিংস এখনো ভুলতে পারে নি কলকাতার সমর্থক রা। দীর্ঘ পাচ বছর নাইটদের জার্সি গায়ের খেলেছেন এই কিউয়ি ওপেনার।

এমনকি শাহরুখের টিম ত্রিনবাগো নাইট রাইডার্সেও খেলেছেন দীর্ঘদিন এইবছর থেকে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে ত্রিনবাগোর কোচ হিসেবে দেখা যাবে ম্যাকুলাম কে তার পাশাপাশি আইপিএল এও কলকাতার ডাগ আউটে দেখা যেতে পারে তাকে। এবিষয়ে যদিও মুখ খোলেননি ম্যাকুলাম নিজে। এবছর আইপিএল এ কলকাতার ব্যাটিং বিপর্যয় এর সাক্ষী ছিলেন সবাই রাসেল,শুভমন ছাড়া ধারাবাহিক ভাবে কেউই পারফর্ম করতে পারেনি তাই ম্যাকুলামের পরামর্শে কলকাতার ব্যাটিং কতোটা শুধরাবে তা সময়ই বলবে।