Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

সমুদ্রে উত্তাল, প্রবল ঝরবৃষ্টি আঁচরে পরবে এই এলাকায়, সতর্ক থাকার নির্দেশ!

সুন্দরবন নামখানা ও কাকদ্বীপের সমস্ত নদীর ঘাটের ধারে সারি সারি দাঁড় করানো হয়েছে ট্রলার। বাকি বিভিন্ন দিকে চলছে পুলিশের মাইকিং। আবহাওয়া দপ্তর থেকে নোটিশ দিলেন উত্তাল সমুদ্রের। আগামী 72 ঘন্টা…

Avatar

সুন্দরবন নামখানা ও কাকদ্বীপের সমস্ত নদীর ঘাটের ধারে সারি সারি দাঁড় করানো হয়েছে ট্রলার। বাকি বিভিন্ন দিকে চলছে পুলিশের মাইকিং। আবহাওয়া দপ্তর থেকে নোটিশ দিলেন উত্তাল সমুদ্রের। আগামী 72 ঘন্টা সতর্কতা জারি করেছেন দীঘা, মন্দারমনি, তাজপুর, শংকরপুর ও পূর্ব মেদিনীপুর সহ উপকূলবর্তী এলাকা। সতর্ক করা হয়েছে মৎস্যজীবীদেরও গত কয়েকদিন থেকে ফিরে এসেছে ট্রলার। মাছ বিক্রি করে প্রত্যহ খরচ মিলবে কিনা তা নিয়ে অভিযোগ মালিকদের। হতে পারে বন্ধ বহু ট্রলার।

About Author