Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

সাত সকালেই বড় সুখবর!

আগামী বুধবার সস্তা করতে চলেছে বরোদার হোম এন অটো লোন। দেশের দ্বিতীয় বৃহত্তম সরকারি ব্যাংক ব্যাঙ্ক অফ বরোদা তাদের মার্জিনাল কস্ট অফ লেন্ডিং রেট এর 0.15 শতাংশ সুদ কমাতে চলেছে।…

Avatar

আগামী বুধবার সস্তা করতে চলেছে বরোদার হোম এন অটো লোন। দেশের দ্বিতীয় বৃহত্তম সরকারি ব্যাংক ব্যাঙ্ক অফ বরোদা তাদের মার্জিনাল কস্ট অফ লেন্ডিং রেট এর 0.15 শতাংশ সুদ কমাতে চলেছে। যার ফলে হোম অটো এন্ড পার্সোনাল লোন শুল্ক সুদ কম দিতে হবে। MCLR কমলে অনেকটাই সাধারণ মানুষ লাভবান হবে কারণ লোন সস্তা হয়ে যাবে আগের তুলনায়। কম ইএমআই দিতে হবে ব্যাংকে।

ভারতীয় রিজার্ভ ব্যাংক ফেব্রুয়ারি মাসে কমিয়ে ছিলেন ছিল রেপো রেট 0.5 শতাংশ এবং এই লাভ শীঘ্রই গ্রাহকদের দিতে নির্দেশ দেওয়া হয়েছিল। এই দ্বারা MCLR 8.60 শতাংশ থেকে 8.45 শতাংশ করা হয়েছে বার্ষিক লোনে। যথাক্রমে 8.05 ও 8.15 শতাংশ কমানো হয়েছে 8.20 শতাংশ 8.30 শতাংশ থেকে। মার্জিনাল কস্ট অব লেন্টিং রেট ঠিক করে ব্যাংক তাদের ফান্ড অনুযায়ী। MCLR যত বারবে গ্রাহকদেরতত সুদ দিতে হবে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now
About Author