উত্তর থেকে দক্ষিণ ঝড়বৃষ্টির দাপটে কাঁপতে চলেছে এমনটাই জানিয়েছে আবহাওয়া দপ্তর। বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ। রবিবার থেকেই ব্যাপক বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামিকাল থেকে ৪৮ ঘণ্টা জোরদার বৃষ্টিপাত হতে চলেছে রাজ্যে। পশ্চিমবঙ্গ, গুজরাট, গোয়া, কর্নাটকের বিভিন্ন সমুদ্র সংলগ্ন জেলাগুলিতে ব্যাপক বৃষ্টিপাত হতে চলেছে।
এছাড়া সৌরাষ্ট্র, কচ্ছ, পূর্ব রাজস্থান, ওড়িশা, কেরল, মাহে, কোস্টাল, অন্ধ্রপ্রদেশের বেশ কিছু এলাকা কাঁপতে চলেছে। আবহাওয়া সূত্রের খবর, প্রায় ৫০কিমি/ঘন্টা বেগে ব্যাপক হাওয়া বইবে। দীঘায় ইতিমধ্যেই জলোচ্ছাস শুরু হয়ে গেছে। আগামী ২ দিন মৎস্যজীবীদের সমুদ্রে যেতে বারন করা হয়েছে, জারি হয়েছে সতর্কতা।