সিবিআই নারদা তদন্তে কাকে ডাকল, দেখুন

রাজীব ঘোষ: নারদাকান্ডে তদন্তের জন্য ফের ম‍্যাথু স‍্যামুয়েলকে ডেকে পাঠালো সিবিআই।ইতিমধ্যে সিবিআইয়ের অফিসাররা নারদা তদন্তে বিভিন্ন রাজনৈতিক নেতা, বিধায়ক সহ অন্যান্যদের জেরা করেছেন।বিশেষ করে রাজ‍্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের একাধিক বিধায়ক,…

Avatar

রাজীব ঘোষ: নারদাকান্ডে তদন্তের জন্য ফের ম‍্যাথু স‍্যামুয়েলকে ডেকে পাঠালো সিবিআই।ইতিমধ্যে সিবিআইয়ের অফিসাররা নারদা তদন্তে বিভিন্ন রাজনৈতিক নেতা, বিধায়ক সহ অন্যান্যদের জেরা করেছেন।বিশেষ করে রাজ‍্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের একাধিক বিধায়ক, সাংসদ, নেতাদের বিরুদ্ধে অভিযোগ থাকায় সিবিআই তাদের জিজ্ঞাসাবাদ করেছে।এবার ফের নারদার তদন্তের জন্য ম‍্যাথু স‍্যামুয়েলকে ডেকে পাঠিয়েছে সিবিআইয়ের আধিকারিকরা।সিবিআই সূত্রে খবর, নারদাকান্ডে ম‍্যাথু স‍্যামুয়েলের আইফোনের সঙ্গে একটি ক‍্যামেরা সংযুক্ত ছিল।নারদা স্টিং অপারেশনের সব ফুটেজ আইফোনের ওই লুকানো ক‍্যামেরার মাধ্যমে তোলা হয়েছিল।সম্প্রতি সিবিআইয়ের অফিসাররা জানতে পেরেছেন নারদার স্টিং অপারেশনে আইফোনের সঙ্গে একটি লুকানো ক‍্যামেরা ব‍্যবহার করা হয়েছে।ওই ক‍্যামেরা ইয়ারফোনের ইনপুট পয়েন্টে দিল্লির এক ব‍্যবসায়ী ইনস্টল করে দিয়েছিলেন।

এই বিষয়ে জেরা করার জন্য ম‍্যাথু স‍্যামুয়েলকে ২৮ শে আগস্ট দিল্লিতে সিবিআই দফতরে হাজির হতে বলা হয়েছে।দিল্লির ওই ব‍্যবসায়ী ক‍্যামেরা ইনস্টলের কথা অস্বীকার করেছেন।তাই ফের ম‍্যাথু স‍্যামুয়েলকে জেরা করতে চায় সিবিআই।নারদাকান্ডে রাজ‍্যের তৃণমূল বিধায়ক, সাংসদ সহ রাজ‍্যের পঞ্চায়েত ও পরিবহন দফতর, কলকাতা করপোরেশনের আধিকারিকদের সিবিআই ইতিমধ্যে নোটিশ পাঠিয়ে জেরা করেছে। ২০১৪ থেকে ২০১৯ সাল পর্যন্ত কলকাতা করপোরেশনের ভিআইপি করিডরের দায়িত্বে থাকা আধিকারিকদের সিবিআই ডেকে পাঠিয়ে জিজ্ঞাসাবাদ করে।সিবিআই নারদার স্টিং অপারেশনে আইফোনের সঙ্গে সংযুক্ত লুকানো ক‍্যামেরার ব‍্যাপারে ওই ব‍্যবসায়ীর সঙ্গে ম‍্যাথু স‍্যামুয়েলকে মুখোমুখি বসিয়ে জেরা করতে চলেছে বলে সিবিআই সূত্রে খবর।