Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

২৪ বছর ধরে মোদির হাতে রাখী বাঁধছেন এক মুসলিম মহিলা!

অরূপ মাহাত: রাখী উৎসব ভাই বোনের পবিত্র সম্পর্ককে সুন্দর ভাবে প্রকাশ করার উৎসব। শাস্ত্র মতে এই উৎসবের তাৎপর্য বিশাল। রাখী উৎসব বোনের প্রতি ভাইয়ের ভালোবাসা ও তাকে সারাজীবন রক্ষা করার…

Avatar

অরূপ মাহাত: রাখী উৎসব ভাই বোনের পবিত্র সম্পর্ককে সুন্দর ভাবে প্রকাশ করার উৎসব। শাস্ত্র মতে এই উৎসবের তাৎপর্য বিশাল। রাখী উৎসব বোনের প্রতি ভাইয়ের ভালোবাসা ও তাকে সারাজীবন রক্ষা করার প্রতীক হয়ে ওঠে। সাধারণের মতো ভারতের প্রভাবশালী ব্যক্তিত্বরাও মেতে উঠেন এই উৎসবে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও এই উৎসবে সামিল হবেন অন্যান্য বারের মতোই। গত ২৪ ধরে প্রতি বছর এই রাখী পূর্ণিমার দিন মোদির হাতে রাখী বাঁধেন এক মুসলিম মহিলা। নাম কমর জাঁহা, মোদির পাতানো বোন।

এই কমর জাঁহা আসলে কে? বহু বছর আগে পাকিস্তানের করাচি থেকে আমেদাবাদে এসে পাকাপাকি ভাবে বসবাস শুরু করেন এই মহিলা। এখানে এসেই তিনি মোদির বোন হয়ে ওঠেন। এবং তারপর থেকেই এই বিশেষ দিনটিতে মোদিকে রাখী পরিয়ে আসছেন তিনি। গত ২৪ বছরে একবারও মিস করেননি এই দিনটি। প্রতি বছরই রাখী বেঁধেছেন মোদিকে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

‘তিন তালাক’ রদ করে মুসলিম বোনেদের যে উপহার দিয়েছেন মোদি তাতে এবারের রাখীটা খুব ‘স্পেশাল’ বলে সংবাদমাধ্যমকে জানালেন কমর। তার কথায়, ‘শুধু তিন তালাকই নয়৷ এবারের রাখীটা আরও স্পেশাল। কাশ্মীরে শান্তি ফিরিয়ে আনতে মোদি যা করেছেন, তা সত্যিই গুরুত্বপূর্ণ পদক্ষেপ।’

About Author