Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

৩৭০ ধারাঃ ভারতের পাশে দাঁড়াল এই দুই শক্তিশালী দেশ!

অরূপ মাহাত: কাশ্মীর নিয়ে ভারতের বিরুদ্ধে একের পর এক অস্ত্র প্রয়োগ করে চলেছে পাকিস্তান। প্রথমে দ্বিপাক্ষিক সম্পর্কে অবনতি ঘটিয়ে ভারতকে চাপে ফেলার চেষ্টা করে তারা। তাতে সফল না আন্তর্জাতিক মহলের…

Avatar

অরূপ মাহাত: কাশ্মীর নিয়ে ভারতের বিরুদ্ধে একের পর এক অস্ত্র প্রয়োগ করে চলেছে পাকিস্তান। প্রথমে দ্বিপাক্ষিক সম্পর্কে অবনতি ঘটিয়ে ভারতকে চাপে ফেলার চেষ্টা করে তারা। তাতে সফল না আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষণের জন্য বিভিন্ন কৌশল অবলম্বন করে। রাষ্ট্রসংঘে চিঠি দিয়ে কাশ্মীরের বিষয়টি গুরুত্ব সহকারে আলোচনা করার আবেদন জানায়। চিনের সহযোগিতায় শুক্রবার কাশ্মীর থেকে ৩৭০ ধারা তুলে নেওয়ার ব্যাপারে রাষ্ট্রসংঘে আলোচনা হলেও কোন সিদ্ধান্ত হয়নি। সমর্থন মেলেনি পাকিস্তানের পক্ষে।

গতকাল, শুক্রবার রাষ্ট্রসংঘে কাশ্মীরের ৩৭০ প্রসঙ্গে আলোচনার পূর্বে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ফোন করে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। ট্রাম্পের কাছে ইমরান খান কাশ্মীর প্রসঙ্গে পাকিস্তানের পক্ষ নেওয়ার আবেদন জানান। সূত্রের খবর, এ বিষয়ে ডোনাল্ড ট্রাম্প হতাশ করেন পাক প্রধানমন্ত্রীকে। ফলে কাশ্মীরে ৩৭০ ধারা তুলে নেওয়ার ব্যাপারে রাষ্ট্রসংঘে চিন ও পাকিস্তানের চেষ্টা ব‍্যর্থ হয়। রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে বিষয়টি নিয়ে আলোচনা হলেও কোন সিদ্ধান্ত হয়নি। উল্টে, ভারতের পাশে দাঁড়ায় আমেরিকা ও রাশিয়া। বিষয়টিকে ভারতের অভ্যন্তরীণ বিষয় বলে উল্লেখ করে তারা।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now
About Author