Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

৩৭০ ধারার পর কি করতে পারে পাকিস্তান ভারতের বিরুদ্ধে? ভারতকে সতর্ক থাকার নির্দেশ

নিজস্ব সংবাদদাতা: কাশ্মীর থেকে ৩৭০ ধারা তুলে নেওয়া, বিশেষ মর্যাদা লোপ -ভারতের এই সিদ্ধান্ত যে খুব সহজে মেনে না পাকিস্তান তার অনুমান ছিল। প্রত্যাশা মতই প্রতিক্রিয়া দিতে শুরু করেছে তারা।…

Avatar

নিজস্ব সংবাদদাতা: কাশ্মীর থেকে ৩৭০ ধারা তুলে নেওয়া, বিশেষ মর্যাদা লোপ -ভারতের এই সিদ্ধান্ত যে খুব সহজে মেনে না পাকিস্তান তার অনুমান ছিল। প্রত্যাশা মতই প্রতিক্রিয়া দিতে শুরু করেছে তারা। জানিয়ে দিল, এ ধরনের বেআইনি কাজ আটকাতে সব রকমের পদক্ষেপ নেবে তারা। এ বিষয়ে তারা ঠিক কী কী পদক্ষেপ নিতে পারে? কী জানালেন আন্তর্জাতিক বিশেষজ্ঞরা?

আন্তর্জাতিক বিষয়ক বিশেষজ্ঞ অনিন্দ্যজ্যোতি মজুমদারের কথায়, এই ঘটনার পর পাকিস্তান যেমন চুপ করে বসে থাকবে না, তেমনই সরাসরি যুদ্ধের পথেও হাঁটবে না। ভারতের আইনসভার এই সিদ্ধান্তের বিষয়টি রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের নজরে এনে আন্তর্জাতিক চাপ সৃষ্টি করার চেষ্টা করবে তারা।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

নিরাপত্তা পরিষদকে পাকিস্তান বোঝানোর চেষ্টা করবে কাশ্মীরের ওপর ভারতের এই পদক্ষেপ রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের নিয়মের পরিপন্থী। ‘এছাড়াও আন্তর্জাতিক দৃষ্টি আকর্ষণ করে সীমান্ত এলাকায় সমস্যার সৃষ্টি করতে পারে পাকিস্তান’। এমনটাই জানাচ্ছেন তিনি। ভারতের ৩৭০ নং ধারা অবলুপ্তির বিষয়টি আজ, মঙ্গলবার পাকিস্তানের আইনসভায় তোলা হতে পারে। সেখানেই সিদ্ধান্ত নেওয়া হবে, কীভাবে ভারতের এই পদক্ষেপ ঠেকানো যেতে পারে। যদিও ভারত নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্য আমেরিকা, চিন, ফ্রান্স, রাশিয়া ও ব্রিটেনকে ইতিমধ্যে বিষয়টি জানিয়েছে।

About Author