Today Trending Newsদেশনিউজব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

বাজেট ২০২১: উজ্জ্বলা যোজনায় আরও ১ কোটি ঘরে পৌঁছানো হবে রান্নার গ্যাস

এইদিন বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন, বললেন, উজ্জ্বলা যোজনায় আরও ১ কোটি ঘরে পৌঁছাবে রান্নার গ্যাস

Advertisement

গ্রামের মানুষদের কষ্ট কমিয়ে আনতে মোদী সরকার চালু করেছিল তাদের উজ্জ্বল যোজনা প্রকল্প। বিনা খরচে রান্নার গ্যাসের সংযোগ দিয়ে দেশের গরিব মানুষেদের একাংশকে ধোঁয়া, দূষণ থেকে বাঁচানোর চেষ্টা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এইবার বাজেটে সেই প্রকল্পের পরিধি আরও বাড়াল কেন্দ্রীয় সরকার।

কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন এই বারের বাজেটে ভারতের আরও ১ কোটি ঘরে উজ্জ্বলা যোজনায় রান্নায় গ্যাস সরবরাহ করার কথা ঘোষণা করলেন অর্থমন্ত্রী। এই নিয়ে তৃতীয়বার বাজেট পেশ করলেন নির্মলা সীতারামন। এইবার পাইপ লাইনে গ্যাস সরবরাহ করার প্রকল্পও আরও বাড়ানোর কথাও ঘোষণা করলেন অর্থমন্ত্রী সীতারামন।

সোমবার ২০২১-২২ আর্থিক বছরের বাজেট পেশ করতে গিয়ে অর্থ মন্ত্রী বলেন,করোনায় গোটা দেশজুড়ে লকডাউনের সময়েও দেশে জ্বালানী সরবরাহ ধাক্কা খায়নি। এই বার যান বাহনের জন্য বিভিন্ন শহরে সিএনজি সরবারহ আরও বাড়িয়ে দেওয়া হবে। এর সাথে দেশের আরও ১০০ জেলায় পাইপ লাইনে রান্নার দ্যাস সরবারহ করা হবে। এই মাঝে রয়েছে জম্মু এবং কাশ্মীর ও।

উল্লেখ্য, ২০১৯ সালের মে মাসে কেন্দ্রীয় সরকার শুরু করেছিল প্রধান্মন্ত্রী উজ্জ্বলা যোজনা। এই প্রকল্পের পরিধি বাড়িয়ে আরও মানুষের কাছে পৌছানোর চেষ্টা করল কেন্দ্রীয় সরকার। এই দিন অর্থমন্ত্রী বলেছেন, ওয়ান নেশন, ওয়ান রেশন প্রকল্পের জন্য উপকৃত হয়েছেন ৬৯ কটি মানুষ। এর সাথে কেন্দ্র এমএসপিতে গম কেনায় ৪৩.৩৬ লাখ গম চাষী ও উপকৃত হয়েছেন।

Related Articles

Back to top button