Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

আগামীকাল রাম মন্দিরের ভূমি পুজো উপলক্ষ্যে হচ্ছে ১ লক্ষ ২৫ হাজার রঘুপতি লাড্ডু

Updated :  Tuesday, August 4, 2020 7:52 PM

আগামীকাল ৫ই আগস্ট রাম মন্দিরের ভূমি পুজো।সেই পুজো ঘিরে প্রস্তুতি তুঙ্গে। রাম মন্দিরের ভূমি পুজো উপলক্ষ্যে পাটনার মহাবীর মন্দির ট্রাস্টের তরফে লাড্ডু তৈরি করা হচ্ছে। লাড্ডু তৈরি করছেন ৩০-৪০ জন।

১ লক্ষ ২৫ হাজার রঘুপতি লাড্ডু তৈরি করা হচ্ছে পুজোর জন্য। আগস্টের ৫ তারিখ যে ভূমি পুজো হবে সেখানে পাঠানো হবে ৫১ হাজার রঘুপতি লাড্ডু। বাকি লাড্ডু বিতরণ করা হবে। প্রতিটি লাড্ডু বিশুদ্ধ গাওয়া ঘি দিয়ে তৈরি।

রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের হাতে ৫১ হাজার রঘুপতি লাড্ডু তুলে দেওয়া হবে। বাকি লাড্ডু বিতরণ করা হবে জানকির জন্মস্থান বিহারের সীতামারি সহ ২৫ টি তীর্থক্ষেত্রে। এছাড়া বিহারের রাম ও হনুমান সেবকদের মধ্যে লাড্ডু বিতরণ করা হবে। ভগবান রামের পদধূলি যেসব স্থানে পড়েছে সেখানেও পাঠানো হবে এই লাড্ডু। মহাবীর মন্দিরের তরফে ২ কোটি টাকা অনুদান দেওয়া হয়েছে।