বাংলায় ঘন্টায় করোনায় মৃত্যু হচ্ছে ১ জনের, আক্রান্ত হচ্ছেন ৩৫০ জন
বাংলায় গত ২৪ ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে ৮৪১৯ জন
চলতি সপ্তাহে ভারতে করোনা পরিস্থিতি প্রতিনিয়ত খারাপের দিকে এগিয়ে যাচ্ছে। করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউতে রীতিমতো নাজেহাল হয়ে পড়েছে সাধারণ মানুষ। নতুন মিউটান্ট স্ট্রেন সংক্রমণ দ্রুতগতিতে করছে এবং মৃতের সংখ্যাও বাড়ছে উল্লেখযোগ্যভাবে। সমস্ত রেকর্ড ভেঙে দিয়ে চলতি সপ্তাহে দৈনিক সংক্রমনের গ্রাফ ২ লাখ ৩৪ হাজারের গণ্ডি ছুঁয়েছে। গোটা দেশের পাশাপাশি ভয়াবহ করোনা পরিস্থিতি রাজ্যতেও। আজ রবিবার ফের দৈনিক সংক্রমনের রেকর্ড ভেঙ্গে দিল বাংলার করোনা গ্রাফ। গত ২৪ ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে ৮৪১৯ জন। এই পরিসংখ্যান রীতিমতো উদ্বিগ্ন ফেলেছে রাজ্যবাসীকে।
স্বাস্থ্য দপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, বাংলার মধ্যে সবচেয়ে বিপদজনক অবস্থায় রয়েছে কলকাতা। শুধু মাত্র কলকাতাতেই ২৪ ঘন্টায় ২১৯৭ জন আক্রান্ত হয়েছেন। অন্যদিকে দ্বিতীয় স্থানে রয়েছে উত্তর ২৪ পরগনা। তবে সবাইকে চমকে দিচ্ছে একটি পরিসংখ্যান এর তথ্য। বাংলায় প্রতি ঘন্টায় মৃত্যু হচ্ছে ১ জনের ও আক্রান্ত হচ্ছেন ৩৫০ জন। করোনা সংক্রমনের এমন গগনচুম্বী রূপ গতবছরও ছিল না বলে জানা গিয়েছে। প্রসঙ্গত, গত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ১৮ জনের।
বর্তমানে রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৬ লাখ ৫১ হাজার। দিনে দিনে করোনার প্রভাব আতঙ্ক বাড়াচ্ছে মানুষদের মধ্যে। তারমধ্যে বাংলায় চলছে বিধানসভা নির্বাচন। রাজ্যের প্রত্যেকটি জেলায় প্রান্তে প্রান্তে চলছে জনসভা এবং রোড শো। প্রত্যেকেই সামাজিক দূরত্বের তোয়াক্কা না করে মাস্ক ছাড়াই মেলামেশা করছে। আর তাতেই পাল্লা দিয়ে বাড়ছে করোনা সংক্রমণ।