Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

জেনে নিন মাসের প্রথম দিনটি কেমন কাটবে, কী বলছে আপনার রাশিফল

Updated :  Friday, May 1, 2020 7:42 AM

আজ ১লা মে, শুক্রবার। নিজের রাশি অনুযায়ী জেনে নিন কেমন কাটবে আজকের দিনটি।

মেষঃ যারা গবেষণার সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য আজ খুবই শুভ। সাফল্য লাভ করতে পারেন।

বৃষঃ আজ আপনার টাকাপয়সা ব্যয় এবং সঞ্চয় নিয়ে চিন্তার সম্ভাবনা রয়েছে।

মিথুনঃ আজকের দিনটি আপনার বিশেষ ভালো যাবে না। নায্যপ্রাপ্তিতে বাধা পেতে পারেন।

কর্কটঃ আজ আপনি মিশ্রফল লাভ করতে পারেন।

সিংহঃ আপনার কর্মে জটিলতা বৃদ্ধি পেতে পারে। হতাশ না হয়ে সমস্যার সমাধান করুন।

কন্যাঃ আজ যারা কলাকুশলী রয়েছেন তাদের জন্য খুবই শুভ। সাফল্য লাভের সম্ভাবনা তৈরি হবে।

তুলাঃ কর্মক্ষেত্রে আপনার বদলীর সম্ভাবনা রয়েছে।

বৃশ্চিকঃ আজ আপনি কাছের মানুষদের থেকে পরামর্শ লাভ করতে পারেন।

ধনুঃ আজ আপনার কর্মব্যস্ততা বৃদ্ধি পাবে। মনোযোগ সহযোগে করুন।

মকরঃ আজ ক্রীড়াবিদদের জন্য খুবই শুভ। সাফল্য লাভ করতে পারেন।

কুম্ভঃ আজ আপনার অতিরিক্ত ব্যয় হওয়ার সম্ভাবনা রয়েছে। ভেবেচিন্তে টাকাপয়সা খরচ করুন।

মীনঃ আজ আপনার জন্য বিশেষ ভাবে শুভ। গৃহাদি সংস্কার করতে পারেন আজ।