মহিষের দাম ১০ কোটি, রূপে সৌন্দর্যে স্তব্ধ করবে আপনাকেও
জনপ্রিয় ওই মহিষের নাম গোলু ২
বর্তমান যুগে আট থেকে আশি সকলেই বিভিন্ন সোশ্যাল মিডিয়া সাইটে অ্যাকাউন্ট খুলে রেখেছে। বিশ্বজুড়ে জনপ্রিয় ফেসবুক ইনস্টাগ্রাম এবং টুইটারের মতো সোশ্যাল মিডিয়া সাইট। এই সমস্ত সোশ্যাল মিডিয়া সাইটে প্রতিমুহূর্তে বিভিন্ন ধরনের ভিডিও বা ছবি পোস্ট হয়। সোশ্যাল মিডিয়ার দুনিয়াতে কখনও দেখা যায় কোনো কেউ নিজের প্রতিভা প্রদর্শনের জন্য ভিডিও বানিয়েছে, তো কখনও দেখা যায় আশ্চর্যকরা কোনো ঘটনার কিছু মুহূর্ত।
সম্প্রতি ইন্টারনেট দুনিয়াতে একটি বিষয় নিয়ে ব্যাপক আলোচনা চলছে। আলোচনার বিষয়বস্তু একটি মহিষ। হ্যাঁ ঠিকই শুনেছেন। মেলাতে ওই বিশেষ মহিষকে দেখার জন্য ভিড় জমাচ্ছে হাজার হাজার মানুষ। সুতরাং বুঝতেই পারছেন এটা কোনো সাধারণ মহিষ নয়। এই মহিষের মধ্যে রয়েছে বিশেষ বিশেষত্ব। চিত্রকুটের দীনদয়াল রিসার্চ ইনস্টিটিউটের উদ্যোগে বিদ্যাপীঠ চিত্রকূটে আয়োজিত চারদিনে গ্রামোদয় মেলায় আকর্ষণের কেন্দ্রবিন্দুতে রয়েছে এই মহিষ। আপনি শুনলে অবাক হবেন যে এই মহিষের দাম ১০ কোটি টাকা। দাম শুনে নিশ্চয় আপনার চক্ষু চরকগাছ হয়েছে এতক্ষণে। এই প্রতিবেদনে ওই মহিষের সম্পর্কে বিস্তারিত জানুন পরবর্তী অংশটি পড়ে।
ওই মহিষের নাম গোলু ২। এই মহিষটি হরিয়ানার পানিপথের পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত কৃষক নরেন্দ্র সিং এর। মহিষটি খাঁটি মুরহা প্রজাতির। এটির ওজন প্রায় ১.৫ টন। এই মহিষের মা দিনে প্রায় ২৬ কেজি দুধ দেয়। কৃষক নরেন্দ্র সিং এই মহিষ প্রসঙ্গে বলেছেন যে এই মহিষটির দাদা এর আগে ব্যাপক জনপ্রিয় ছিল। ওই মহিষের নাম ছিল গোলু ১। এছাড়া ওই মহিষের বাবার নাম PC 483। এই বিশেষ মহিষকে দেখার জন্য ইতিমধ্যে মেলায় ভিড় করেছেন হাজার হাজার মানুষ। এছাড়া ইন্টারনেট দুনিয়াতে এই মহিষকে নিয়ে ব্যাপক আলোচনা চলছে।