নয়াদিল্লি: বাবা একটা গ্যারাজে কাজ করেন। নিতান্ত অভাবের মধ্যে দিন চলে 16 বছরের কিশোরী সরোজের পরিবারের। কিন্তু হঠাৎ এই দিনদরিদ্র পরিবারের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পড়েছে দশ কোটি টাকা। শুনে অবাক হচ্ছেন তো? কিন্তু এই অবাক হওয়া কাণ্ডটি ঘটেছে উত্তরপ্রদেশে রুকুরপুরা গ্রামে। হঠাৎ করে ওই কিশোরীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে কী করে এত গুলো টাকা এল, তা খতিয়ে দেখছে পুলিশ।
জানা গিয়েছে, বছর দুই আগে এই ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলেছিল কিশোরী সরোজ। সেখানে খুব একটা টাকা-পয়সা থাকত না, লেনদেন হওয়া তো দূরের কথা। কিন্তু হঠাৎ সোমবার ওই ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রায় দশ কোটি টাকা জমা পড়ে। প্রথমে অবাক হয় এবং পরবর্তী সময়ে খানিকটা ঘাবড়ে গিয়ে সংশ্লিষ্ট ব্যাঙ্ক এবং স্থানীয় থানার দ্বারস্থ হয় সরোজ ও তার পরিবার।
ব্যাঙ্কের তরফ থেকে জানানো হয় এই ব্যাঙ্ক অ্যাকাউন্টে এর আগেও মোটা অংকের টাকা লেনদেন করা হয়েছে। কিন্তু সেই বিষয়ে নাকি কিছুই জানত না সরোজ এবং তার পরিবার। তাহলে কে বা কারা এই টাকার লেনদেন করত, সেই প্রশ্নই এখন উঠেছে। যদিও কিশোরীর পক্ষ থেকে জানানো হয়েছে, প্রধানমন্ত্রী আবাস যোজনায় নাম নথিভুক্ত করার জন্য এক স্থানীয় যুবককে নিজের নাম, ঠিকানা, আধার নম্বর এবং এই ব্যাঙ্ক অ্যাকাউন্টের নম্বর দিয়েছিল সে। এমনকি এই অ্যাকাউন্টের এটিএম ও পিন নম্বরও সেই যুবকের কাছে রয়েছে। তাহলে কি এই যুবক এর পেছনে জড়িয়ে রয়েছে? এমন সন্দেহ পুলিশ করছে। তবে এখনও পর্যন্ত ওই যুবকের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। কারণ, ফোনে যোগাযোগ করা হলে তার ফোন বন্ধ ছিল বলে জানা গিয়েছে। তবে ব্যাঙ্ক ও পুলিশ কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছে দ্রুততার সঙ্গে এ ঘটনার আসল কারণ তারা খুঁজে বের করবে।













A$AP Rocky Appears to Confirm Marriage to Rihanna, Calls Himself a ‘Loving Husband’