নিউজদেশ

টানা ১০ বছর চাকরি না করলেও প্রাইভেট চাকরিতে পাবেন পেনশন? জানুন ইপিএফও এর নতুন নিয়ম

পিটিআই জানিয়েছে, শ্রম মন্ত্রকের একটি বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়েছে সকলের উদ্দেশ্যে

Advertisement

পেনশনের পরিকল্পনায় এবারে বড় পরিবর্তন আনতে চলেছে EPFO। এর ফলে স্বস্তি পেতে চলেছেন ভারতের কোটি কোটি গ্রাহক। রিটায়ারমেন্ট বডি ফান্ড ছমাসের মধ্যে অবসর নিতে চলেছেন এমন কর্মীদের হাতে অর্থ তোলার অনুমতি দিচ্ছে এবার থেকে। পিটিআই থেকে প্রাপ্ত খবর অনুযায়ী, শ্রম মন্ত্রকের একটি বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে যেখানে বলা হয়েছে সেন্ট্রাল বোর্ড অফ ট্রাস্টিজ CBT সরকারকে যে সুপারিশ করে সেটাতে ছয় মাসেরও কম পরিষেবার মেয়াদসহ সদস্যদের ইপিএফ একাউন্ট থেকে টাকা তোলার সুবিধা অন্তর্ভুক্ত করা হয়েছে। সারাদেশে ৬৫ মিলিয়নের বেশি ইপিএফও গ্রাহক রয়েছে এই মুহূর্তে।

এখনো পর্যন্ত কর্মচারীদের ভবিষ্যৎ তহবিল সংস্থার গ্রাহকদের ছয় মাসের কম পরিষেবা বাকি থাকাকালীন সময় শুধুমাত্র জমা করা অর্থ তোলার অনুমতি দেওয়া হয়। কিন্তু রিটায়ারমেন্ট বডি ফান্ডের এই সিদ্ধান্তের পর এখন সেই সমস্ত গ্রাহকরা বড় সুবিধা পেতে চলেছেন। সোমবার CBT এর ২৩২ তম বৈঠকে সরকারকে সুপারিশ করা হয়েছিল, EPS 95 স্কিমে কিছু সংশোধন করে অবসর গ্রহণকারী গ্রাহকদের পেনশন তহবিলে জমা করা অর্থ উত্তোলনের অনুমতি দেওয়া উচিত।

শ্রম মন্ত্রকের একটি বিবৃতিতে বলা হয়েছে, কেন্দ্রীয় শ্রম মন্ত্রী উপেন্দ্র যাদবের সভাপতিতে হওয়া ওই বৈঠকে EPS 95 এর অধীনে আমানত তোলার সুপারিশের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রসঙ্গত, ইপিএফও এর নিয়ম অনুযায়ী টানা ১০ বছর বেসরকারি চাকরি করলে পেনশনের দাবিদার হবেন কর্মী। নয় বছর ছয় মাস চাকরি করলেও তা কিন্তু ১০ বছর হিসেবেই ধরা হয়। কিন্তু নয় বছরের কম হলে তা গৃহীত হয় না। তখন পেনশন একাউন্টে জমা রাশি অবসরের আগে তুলতে পারবেন তিনি। সেক্ষেত্রে কিন্তু আর পেনশন পাওয়া যাবে না।

Related Articles

Back to top button