DA বৃদ্ধি নিয়ে এখন সরগরম গোটা দেশ। একদিকে বাংলা সরকার মাত্র ৩ শতাংশ DA বৃদ্ধি করায় আন্দোলনে নেমেছে রাজ্য সরকারি কর্মচারীরা। অন্যদিকে, কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের জানিয়ে দেওয়া হয়েছে যে তাঁরা করোনাকালের বকেয়া ১৮% DA পাবেন না। সেই নিয়েও কেন্দ্রীয় কর্মচারীদের মধ্যে সৃষ্টি হয়েছে চাপা অসন্তোষ। এর মাঝেই এই রাজ্যের সরকার তাদের কিছু কর্মচারীর জন্য একধাক্কায় ১১% DA বাড়িয়ে দিল। কোন রাজ্য বা কাদের মহার্ঘ্য ভাতা বাড়ল? জানতে এই প্রতিবেদনটি অবশ্যই সম্পূর্ণ পড়ুন।
কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ৪% DA বৃদ্ধি নিয়ে সরগরম গোটা জাতীয় রাজনীতি। তারমাঝেই সরকারি কর্মচারীদের একাংশের ১১% DA বৃদ্ধির ঘোষণা করছে এক রাজ্য সরকার। রিপোর্ট অনুযায়ী, এমন ঘোষণা করেছে উত্তরপ্রদেশ সরকার। প্রায় ১৮,০০০ কর্মীর মহার্ঘ ভাতা বৃদ্ধি নিয়ে বড়সড় সিদ্ধান্ত নিল উত্তরপ্রদেশ সরকার। উত্তরপ্রদেশ রাজ্য সড়ক পরিবহণ নিগম কর্মীদের ডিএ বাড়ানো হয়েছে। বুধবার সেই প্রস্তাবে অনুমোদন পড়ে গিয়েছে।।
জানা গিয়েছে, এতদিন উত্তরপ্রদেশের রাজ্য সড়ক পরিবহণ নিগমের কর্মীরা ১৭ শতাংশ হারে ডিএ পেতেন। এবার তাঁদের ডিএ বেড়ে দাঁড়াল ২৮ শতাংশ। যা ২০২৩ সালের জানুয়ারি থেকে কার্যকর হতে চলেছে। পরবর্তী বেতন থেকে সেই বর্ধিত ডিএ পাবেন উত্তরপ্রদেশের রাজ্য সড়ক পরিবহণ নিগমের কর্মীরা। এই কর্মচারীদের বেতন DA বৃদ্ধির পর ২,৫০০ টাকা থেকে ৮,০০০ টাকা পর্যন্ত বেড়ে যাবে।














Spice Girls Reunite to Celebrate Emma Bunton’s 50th Birthday in the English Countryside