আজ ১১ই জুন বৃহস্পতিবার জানুন আজকের রাশিফল

আজ ১১ই জুন বৃহস্পতিবার। রাশি অনুযায়ী জেনে নিন কেমন কাটবে আজকের দিনটি।

মেষঃ আজকের দিনটি আপনার বিশেষ ভালো কাটবে না। কোনো কারণে শোকাভিভূত হয়ে পড়ার সম্ভাবনা রয়েছে।

বৃষঃ কর্মক্ষেত্রে আজ আপনার কিছু পরিবর্তন হতে চলেছে। সংস্থাগত পরিবর্তনের সম্ভাবনা প্রচুর পরিমাণে।

মিথুনঃ আজকের দিনটি আপনার অন্যরকম হতে চলেছে। হঠাৎ করেই প্রণয়াশক্তি দেখা দিতে পারে। মিশ্রফল লাভ করবেন।

কর্কটঃ কোনো কারণে আজ বিচলিতভাব দেখা দিতে পারে। কাছের মানুষের সাথে আলোচনার মাধ্যমে সেটির সমাধান করে নিন।

সিংহঃ শারীরিক দিক থেকে আজ বিশেষ উন্নতি ঘটবে। অস্ত্রপ্রাচারে সাফল্য লাভ করার সম্ভাবনা রয়েছে।

কন্যাঃ আজ অর্থনৈতিক দিক থেকে বিশেষ ভালো কাটবে না। প্রবল অর্থক্ষতির সম্ভাবনা তৈরি হতে পারে। ভেবেচিন্তে খরচ করুন।

তুলাঃ বিশেষ কিছু সমস্যার কারণে আইনি পরামর্শ লাভ করতে পারেন। ভাবনাচিন্তা করে পদক্ষেপ নেওয়া একান্ত জরুরি।

বৃশ্চিকঃ আজকের দিনটি অর্থনৈতিক দিক দিয়ে বিশেষ শুভ। উপার্জন বৃদ্ধি পেতে পারে। মানসিক দিক দিয়ে খুবই ভালো কাটবে।

ধনুঃ অর্থনৈতিক দিক দিয়ে আজ ভালো কাটার সম্ভাবনা রয়েছে। স্বল্প সঞ্চয়ে বেশি লাভ করতে পারেন।

মকরঃ যারা শিক্ষকতার সাথে যুক্ত তাদের জন্য আজকের দিন খুবই ভালো। জীবনে শুভ কিছু ঘটার সম্ভাবনা রয়েছে।

কুম্ভঃ আজ শারীরিক দিক দিয়ে খুবই ভালো কাটবে। স্বাস্থ্যন্নোতি দেখা দিতে পারে।

মীনঃ কোনো কারণে আজ সংঘর্ষে জড়িয়ে পড়তে পারেন। ফলে প্রবল সমস্যা দেখা দিতে পারে। সাবধানে থাকা জরুরি।