সারা বিশ্বে রেকর্ড হারে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। বছরের শুরু থেকেই একে একে ছড়িয়ে পড়েছিলো মারণ ভাইরাস। প্রথমে চিন, পরে স্পেন, ইতালি, আমেরিকা অবশেষে ভারত। বিগত কয়েক মাসে এই অতিমারির কারণে তছনছ হয়ে গিয়েছে সারা বিশ্ব।
মারা গিয়েছে বহু মানুষ, এখনো আক্রান্ত অনেকে। কিন্তু আগের থেকে তাও অনেকটাই বেড়েছে সুস্থতার হার। কিন্তু তবুও যেন শান্তি নেই কারোর। সব কিছুর মধ্যেই রয়ে গেছে একটা কুণ্ঠা বোধ। বিশ্বের সব দেশের মধ্যে করোনা সংক্রমণে শীর্ষ তালিকার প্রথমে আছে আমেরিকা, দ্বিতীয় স্থানে ছিলো ব্রাজিল এবং তৃতীয় স্থানে ছিলো ভারত ।
করোনা সংক্রমণে গতকালই ব্রাজিলকে পিছনে ফেলে দ্বিতীয় স্থানে আসে ভারত। গত একদিনে ৯০ হাজার করোনা আক্রান্তর রেকর্ড ছিলো সারা দেশে। সোমবার দেশে মোট করোনা আক্রান্তর সংখ্যা ৪২ লক্ষ ৪ হাজার ৬১৩। আর ব্রাজিলের মোট করোনা আক্রান্তর সংখ্যা ৪১ লক্ষ ৩৭ হাজার ৬০৬। তবে সেই তুলনায় প্রথম স্থানে আছে আমেরিকা, সেখানে মোট করোনা আক্রান্তর সংখ্যা ৬৪ লক্ষ ৬০ হাজার ২৫০। সোমবার মোট করোনা আক্রান্তের সংখ্যার নিরিখে বিশ্ব-তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ভারত।
কিন্তু সারা বিশ্ব যখন করোনা ভাইরাস নিয়ে তোলপাড় সেখানে বিশ্বের এমন ১২টি দেশ রয়েছে যেখানে করোনার কোনও সংক্রমণই হয়নি তেমনভাবে ৷ আসল কথা এই দেশ গুলি প্রথম থেকেই কড়া নিয়ম পালন করেছে তাই এদেশগুলিতে তেমনভাবে করোনা ছড়ায়নি। সেই দেশগুলির মধ্যে রয়েছে উত্তর কোরিয়া৷ করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ার ছয় মাস আগেই কোরিয়াতে সব মানুষকে আইসোলেশনে পাঠানো হয়েছিলো, তাই অন্যান্য দেশের মতন এদেশে করোনা ছরায়নি। এছাড়াও এই তালিকায় রয়েছে ভানুয়াতু, সামোয়া, তুর্কমেনিস্তান, কিরিবাটি, সোলোমন দ্বীপ, ফেডারেটেড স্টেটস অব মাইক্রোনেশিয়া, টোঙ্গা, মার্শেল দ্বীপ, পালাউ, নাউরু,তুভালু৷