Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

আগামী মাসে ব্যাঙ্ক বন্ধ থাকবে ১২ দিন, একনজরে দেখে নিন তালিকা

Updated :  Wednesday, April 28, 2021 4:02 PM

চলতি বছরের এপ্রিল মাসের পর মার্চ মাসে ১২ দিন বন্ধ থাকবে ব্যাংক। এমনটাই সম্প্রতি জানা গেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বার্ষিক ক্যালেন্ডার থেকে। তবে টানা ১২ দিন নয়। মাসের মাঝে বিভিন্ন উৎসব ও ক্লোজিংয়ের কারণে ৩০ দিনের মধ্যে ১২ দিন ছুটি থাকবে। ভারতীয় রিজার্ভ ব্যাংকের নির্দেশ অনুযায়ী, সমস্ত জাতীয় ছুটিতে ব্যাংক বন্ধ থাকে। সে অনুযায়ী যেমন ১ লা মে শ্রমিক দিবসের ছুটি পাওয়া যাবে, আবার ঠিক ৭ মে বা ১৩ মে যথাক্রমে জামাত ইু‌ বিদা ও ঈদের ছুটি থাকবে। এছাড়াও বিভিন্ন সপ্তাহান্তের ছুটি তো থাকছেই। সব মিলিয়ে গোটা মে মাসে ১২ দিন ছুটি থাকবে।

আজকের এই প্রতিবেদনে এক নজরে দেখে নিন ব্যাঙ্কের ১২ দিনের ছুটির হিসাব:

  • ১ লা মে: শ্রমিক দিবস
  • ২ মে: রবিবার
  • ৭ মে: জামাত ইু‌ বিদা
  • ৮ মে: দ্বিতীয় শনিবার
  • ৯ মে: রবিবার
  • ১৩ মে: ঈদ
  • ১৪ মে: পরশুরাম জয়ন্তি, অক্ষয় তৃতীয়া, বাসব জয়ন্তী
  • ১৬ মে: রবিবার
  • ২২ মে: চতুর্থ শনিবার
  • ২৩ মে: রবিবার
  • ২৬ মে: বুদ্ধ পূর্ণিমা
  • ৩০ মে: রবিবার

চলতি মাসে কোন ব্যাংকে যেতে হলে অবশ্যই উপরিউক্ত তালিকার দিনগুলি খেয়াল রাখবেন। আবার সব রাজ্যে একই দিনে ছুটি হবে তেমন নয়। কিছু কিছু উৎসব শুধুমাত্র কিছু রাজ্যের জন্য প্রযোজ্য।