আপনি বাড়িতে কোন জীব-জন্তু পোষেন? কুকুর বা বিড়াল অথবা পাখি অথবা গবাদি পশু এইসবই তাই না? কিন্তু আপনি দেখেছেন কি কাউকে কচ্ছপ পুষতে? আপনি হয়তো বলবেন এমনও কিছু মানুষ আছেন যারা বাঘ, হাতি এইসব ভারী ভারী জীব লালন করেন। হ্যাঁ করতেই পারেন, কিন্তু কচ্ছপ পোষার ব্যপারটি বেশ নতুন। আপনি যদি রোজকার বোরিং খবর পড়তে পড়তে বিরক্ত হয়ে যান তবে এই কচ্ছপের ভাইরাল ভিডিওটি আপনার চোখের শান্তি আনবে।
১২ টি কচ্ছপ একই প্লেটে বসে একটা আস্ত জবাফুল কুটকুট করে চিবিয়ে খেয়ে নিচ্ছে। আমরা জানি যে কচ্ছপ হল নিরামিষভোজী সরীসৃপ, তাই তারা ভেষজ, ফল এবং সবুজ শাকসব্জী, ঘাস এবং ফুল খায়। সুতরাং জবা ফুল সাবাড় করা কোন ব্যপার নয়। প্রসঙ্গত, বর্তমানে কচ্ছপের প্রায় ৩০০ প্রজাতি পৃথিবীতে রয়েছে, এদের মধ্যে কিছু প্রজাতি মারাত্মক ভাবে বিলুপ্তির পথে রয়েছে। কিছু মানুষ এই প্রজাতিকে সংরক্ষন করার চেষ্টা করছেন। সেরকমই কেউ একজন কচ্ছপ লালন পালন করেন এবং ওঁদের নিয়ম করে জবাফুলও খাওয়ান। দেখুন সেই ভিডিও।
সাধারণত তিন প্রকারের কচ্ছপ জানা যায় যেমন Turtle, Tortoise, Terrapin। Turtle, বাংলায় যা কাছিম নামে পরিচিত এরা সমুদ্রে বাস করে। Tortoise, বাংলায় যা কচ্ছপ নামে পরিচিত এরা জমিতে বাস করে। Terrapin, এরা পরিষ্কার জলে বাস করে। এরা প্রত্যেকে ফুসফুসের সাহায্যে শ্বাস প্রশ্বাস নেয়। কচ্ছপের দৃষ্টিশক্তি, স্পর্শ শক্তি, স্বাদশক্তি প্রবল। এরা সব ধরনের খাবার খায়। তবে জবাফুল সাবাড় করে দেওয়া কচ্ছপের এমন বিরল ভিডিও আপনি মনে হয় না আগে কখনো দেখেছেন।