চিনঃ চিনের শাংসি প্রদেশের কাছে তাইউয়ান শহরে একটি থিম পার্কে অগ্নিকাণ্ডের ঘটনায় প্রাণ গেল প্রায় ১৩ জনের। জখম হয়েছেন আরও ১৫ জন। তাইশান থিম পার্কের বরফ লণ্ঠন ও তুষার ভাস্কর্যের প্রদর্শনী হলে ভয়ংকর আগুন লাগে। আর সেখান থেকেই আগুন ছড়িয়ে পড়ে এই ঘটনায় যারা আহত হয়েছেন তাঁদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রশাসন জানিয়েছে আহতদের অবস্থা এখন স্থিতিশীল। কিন্তু কিভাবে এই আগুন লেগেছে তা এখনো জানা সম্ভব হয়নি। ইমার্জেন্সি ম্যানেজমেন্ট মন্ত্রকের তরফে জানানো হয় জাতীয় সংস্থা স্টেট কাউন্সিলের ওয়ার্ক সেফটি কমিটি থিম পার্কে অগ্নিকাণ্ডের তদন্ত করবে। বহু দিন ধরে লক ডাউনের কারনে দেশে বিদেশে বন্ধ ছিলো সব কিছুই। কিন্তু পরিস্থিতি এক এক করে স্বাভাবিক হতেই এক এক করে খুলছে সব।
তার মাঝেই চিনে ঘটে গেলো এই রকম ভয়ানক অগ্নিকান্ড । সূত্রের খবর অনুযায়ী ইতিমধ্যেই মিড-অটাম উত্সব ও চিনের ন্যাশনাল ডে উপলক্ষে পালিত ৮ দিনের জাতীয় ছুটিতে প্রায় ৫৫০ মিলিয়ন পর্যটক চিনে আসতে শুরু করে দিয়েছেন।