দেশজুড়ে ১৩৩টি এলাকায় লকডাউন আরও জোরদার, হটস্পট চিহ্নিত করলো স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন জানালেন সারা দেশের ১৮ টি রাজ্যের মোট ১৩৩ টি জেলাকে হটস্পট হিসেবে চিহ্নিত করা হয়েছে। এদিন স্বাস্থ্যমন্ত্রী জানান, ১৮ টি জেলায় ছড়িয়ে থাকা এই ১৩৩ টি হটস্পটই করোনা ছড়ানোর কেন্দ্র। ওই ১৩৩ টি এলাকায় লকডাউন আরও জোরদার করা হয়েছে। স্থানীয় প্রশাসনের পাশাপাশি কেন্দ্রীয় সরকারও ওই এলাকা গুলিতে নজর রেখেছে এমনটাই জানালেন হর্ষবর্ধন। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রী আরও জানান, ‘ওই ১৩৩ টি হটস্পটগুলি ছাড়াও আরও যেখানে ১৫ জনের বেশি করোনা আক্রান্তের খোঁজ মিলেছে সেই এলাকা গুলিও চিহ্নিত করা হচ্ছে। ইতিমধ্যেই এমন ৪৩ টি এলাকা চিহ্নিত করা হয়েছে।
আজ বেনেট বিশ্ববিদ্যালয় আয়োজিত করোনা ভাইরাস নিয়ে একটি আন্তর্জাতিক আলোচনা চক্রে যোগ দেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী। সেখানেই তিনি এই মন্তব্য করেন। কেন্দ্রীয় মন্ত্রী বলেন, ‘করোনার এখনো পর্যন্ত কোনো ভ্যাকসিন বা ওষুধ আবিষ্কার হয়নি। সামাজিক দূরত্ব বজায় রাখাই এই ভাইরাস প্রতিরোধের একমাত্র উপায়। তাই লকডাউন মেনে চলা খুবই গুরুত্বপূর্ণ। তিনি আরও বলেন, ইউরোপের দেশগুলি বা আমেরিকার থেকে ভারতের অবস্থা অনেক স্বস্তির।
এদিনের অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী বারবার করে সাধারণ মানুষকে করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত হতে নিষেধ করেছেন। তিনি দেশের মানুষকে আশ্বস্ত করে বলেন, ‘কেন্দ্রীয় সরকার সকল পরিস্থিতির জন্য তৈরি আছে। আপনাদের কোনো ভয় নেই। দেশের পাঁচহাজার করোনা আক্রান্তের মধ্যে ওই ১৩৩টি জেলার ৭৫টিতে আছে ৮০%। বাকি জেলা গুলি মিলিয়ে আক্রান্তের সংখ্যা ১০-১৫%। তাই আতঙ্কিত না হয়ে সামাজিক দূরত্ব বজায় রেখে লকডাউন মানলেই করোনাকে হারানো যাবে বলে মত হর্ষবর্ধনের।