ভারত -চিন সীমান্তের লাদাখ অঞ্চলে চিনা সৈন্যের বাড়বাড়ন্ত দেখে এবার নড়েচড়ে বসল আমেরিকা৷ ভারত সীমান্তে চিনা আগ্রাসন ঠেকাতে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বা এলএসি বরাবর করতে চলেছে আমেরিকার ঘাতক যুদ্ধবিমান U.S. Air Force B-2 stealth bombers। একসঙ্গে ১৬ টি পরমাণু বোমা নিয়ে উড়তে পারে মার্কিন এই যুদ্ধবিমানটি৷ খুব শীঘ্রই ভারতীয় বায়ুসেনার সঙ্গে ফ্লাইওভার মিশনে এই বিমানটি যোগ দিতে পারে বলে জানা গেছে৷ আন্তর্জাতিক বিশেষজ্ঞদের ধারণা, যুদ্ধের প্রস্তুতি ও যুদ্ধের রণনীতি -র অঙ্গ হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হতে পারে।
এক মার্কিন সংবাদপত্রের খবর অনুযায়ী, ভারত -আমেরিকা এই সংযুক্ত যুদ্ধ মহড়া ইন্দো- চিন সীমান্তে বেশ কিছুদিন ধরে চলবে৷ দুই দেশেই এর প্রস্তুতি শুরু হয়েছে৷ ভারতের প্রতি মৈত্রী ও ভালোবাসার সম্পর্ক গড়ে তুলতেই মার্কিন যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ বলে অনুমান কূটনীতিকদের৷ পাশাপাশি নিজেদের যুদ্ধবিমানের ক্ষমতাও যাচাই করে দেখার সুযোগ পাচ্ছে তারা৷ ভারত ও চীনের মধ্যে গুরুত্বপূর্ণ সীমানায় সেই সুযোগ পাচ্ছে তারা৷
তিন বি -২ বোমা বর্ষণকারী বিমান ভারতের সীমান্ত থেকে মাত্র ১ হাজার মাইল দূরে আমেরিকার ন্যাভাল বেস দিয়েগো গার্সিয়াতে রাখা হয়েছে৷ যা ইরাক ও আফগানিস্তানের ওপর হামলা চালানোর জন্য ব্যবহার করেছিল আমেরিকা৷ ২৯ ঘণ্টা যাত্রা করে এই বিমান পৌঁছেছে বলে জানিয়েছেনআমেরিকার কমান্ডার কর্ণেল ক্রিস্টোফার। স্ট্র্যাটেজিক পদক্ষেপ হিসেবেই বি-২ স্প্রিন্ট স্টিল্থ বম্বার বিমান মোতায়েন করেছে আমেরিকা৷ শত্রুপক্ষের আক্রমণের সম্ভবনা রয়েছে এমন স্থানেই এই বিমান মোতায়েন করে আমেরিকা৷