অফবিট

ফুসফুসের রোগ, অক্সিজেন সিলিন্ডার নিয়ে পরীক্ষা দিতে গেল এই ১৬ বছরের কন্যা

Advertisement

শ্রেয়া চ্যাটার্জি : ১৬ বছর বয়সী সোফিয়া জাভেদ যার ফুসফুস এ অসুখ, তাই তাকে সাথে করে সারাজীবন অক্সিজেন সিলিন্ডার নিয়ে ঘুরতে হবে। তাই সে পরীক্ষা দিতে এসেছে সাথে অক্সিজেন সিলিন্ডার নিয়ে। তার ফুসফুসে এমনই অবস্থা যে সারাক্ষণ এই অক্সিজেন সিলিন্ডারের সাহায্যে তার ফুসফুসে অক্সিজেন যাওয়াতে হবে। না হলে তার জীবন সংকটে পড়বে। কিন্তু পড়াশোনাটাও সে কোনদিন ছাড়তে চাইনি তাই অগত্যা অক্সিজেন সিলিন্ডার কে সাথে নিয়ে এসে মাধ্যমিক পরীক্ষা দিতে এসেছে।

সোফিয়া জানায়, তার যখন খুব খারাপ অবস্থা ছিল তখন তার পরিবার তার পাশে ছিল। তবে তার কম্পিউটার সাইন্স নিয়ে ভবিষ্যতে পড়ার ইচ্ছা কিন্তু এখনও সে ঠিক করে উঠতে পারেনি, সে কি নিয়ে পড়াশোনা করবে। সোফিয়ার বাবা সার্ভার জাবেদ বেরিলির শাহবাদ কলোনিতে থাকেন, তিনি জানিয়েছেন তাঁর কন্যা সব সময় ক্লাসে প্রথম হত। কিন্তু গত পাঁচ বছর ধরে তার কন্যার শারীরিক অবস্থা ক্রমশ অবনতি হয়।

নিয়মিত ছাত্রী হওয়া সত্বেও তার শরীরের কারণে তাকে বিদ্যালয়ের পরীক্ষা থেকে বিরতি নিতে হয়েছিল। গলব্লাডারে ছোট্ট অপারেশনের পর থেকেই তার শরীরের অবস্থা ক্রমশ অবনতি হয়। সোফিয়ার বাবা জানান, তার মেয়ে যখন পরীক্ষা দিতে এসেছিল তখন স্কুলের শিক্ষক শিক্ষিকা প্রত্যেকে খুব সাহায্য করেছেন।

Related Articles

Back to top button