Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

মৃত্যুর আগে শেষ গান ‘আচ্ছা চলতা হু’ গাইলেন ১৭ বছর যুবক, নেট দুনিয়ায় ভাইরাল ভিডিও

Updated :  Tuesday, July 14, 2020 9:58 PM

বৃহস্পতিবার বেঙ্গালুরুতে মারা গেলেন আসামের তিনসুকিয়া জেলার কাকোপোথারের এক ১৭ বছর বয়সী গায়ক। গত বছর ইন্টারনেটে ব্যাপক ভাইরাল হয়েছিল তার গান। ঋষভ দত্ত নামের সেই গায়কের অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া নামক একটি বিরল রোগ ধরা পড়েছিল। এই বিরল রোগের কারণে ২ বছর আগে থেকে তার শরীরে নতুন রক্তকণিকা তৈরি বন্ধ হয়ে যায়। সেই বিরল রোগের চিকিৎসা চলছিল তার। বৃহস্পতিবার সেই রোগে আক্রান্ত হয়েই মারা গেলেন তিনি। মৃত্যুর পর তাঁর গাওয়া গানের ভিডিওগুলি সোশ্যাল মিডিয়ায় আবারও ভাইরাল হতে শুরু করেছে।

একটি ভিডিওতে তাকে রণবীর কাপুরের ‘এ দিল হ্যায় মুশকিলে’র ‘চান্না মেরেয়া’ গাইতে দেখা যায়। হাসপাতালের বিছানায় শুয়ে গিটার বাজাতে বাজাতে গানটি গাইতে দেখা যায় তাকে। অন্য একটি ভিডিওতে, হাসপাতালের কর্মীরা তাকে পছন্দ করা কোনও গান বাজানোর জন্য অনুরোধ করেছিলেন। কিছু পরামর্শ পাওয়ার পরে তিনি রণবীর কাপুর এবং দীপিকা পাডুকোন অভিনীত ‘ইয়া জওয়ানি হ্যায় দেওয়ানি’ এ থেকে ‘কবিরা’ গানটি গেয়েছিলেন।

ঋষভ দত্তের গানের ভিডিওগুলি ভক্তদের হাজার হাজার ভিউ এবং লাইক নিয়ে ফেসবুকে ভাইরাল হয়েছে। তাঁর মৃত্যুতে শোকে বিহ্বল হয়েছে নেটিজেনরা। এক ব্যক্তি ফেসবুকে লেখেন, ‘ওকে ভুলে যাওয়া অসম্ভব। তুমি চিরকাল আমাদের অন্তরে রয়ে যাবেন পুত্র! আমরা ভাগ্যের এই অন্যায়কে কখনই মেনে নিতে পারবো না। শান্তিতে বিশ্রাম নাও।’ অন্য একজন লিখেছেন, ‘এটি অত্যন্ত দুঃখজনক। তবে আমি জানি তিনি আরও ভাল জায়গায় আছেন। ঈশ্বর তাঁর পরিবারকে শক্তি দিন।’ তাঁর কন্ঠের জাদুতে বিভোর নেটিজেনরা আজ শোকে বিহ্বল।