Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনে ১৮২০টি শূন্য পদে হবে কর্মী নিয়োগ, জানুন কারা আবেদন করতে পারবেন

Updated :  Friday, December 15, 2023 10:58 AM

কেন্দ্রীয় সংস্থা ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেডের বিভিন্ন পদে এবার হতে চলেছে ব্যাপক কর্মী নিয়োগ। ইতি মধ্যেই একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সংস্থার তরফে। সংস্থার মার্কেটিং বিভাগের জন্য এই নিয়োগ হতে চলেছে বলে জানা যাচ্ছে। রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে বিভিন্ন ক্ষেত্রে নিযুক্তদের প্রশিক্ষণ দেওয়া হবে। আগ্রহীদের অনলাইনে আবেদন জানাতে হবে। দুদিন পর থেকেই শুরু হবে এই আবেদন প্রক্রিয়া। মূলত শিক্ষানবিশ পদে এই নিয়োগ হবে। এছাড়াও গ্রাজুয়েট শিক্ষানবিস পদেও কিছু নিয়োগ হতে চলেছে।

যে সমস্ত ক্ষেত্রে নিযুক্তদের প্রশিক্ষণ দেওয়া হবে তার মধ্যে অন্যতম হলো মেকানিক্যাল ইলেকট্রিক্যাল ইন্সট্রুমেন্টেশন সিভিল ইলেকট্রনিক্স এবং অন্যান্য ইঞ্জিনিয়ারিং সেক্টর। সমস্ত ক্ষেত্রেই বিভিন্ন পদে নিয়োগের জন্য ১৮২০টি শুন্য পদ রয়েছে বলে জানিয়েছে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন। আবেদনকারী প্রার্থীদের বয়স হতে হবে ১৮ থেকে ২৪ বছরের মধ্যে। সংরক্ষিতদের জন্য বয়স সীমার ক্ষেত্রে ছাড় থাকবে। ট্রেড অ্যাপ্রেন্টিস পদের জন্য ছমাস এবং বাকি পদের জন্য এক বছরের জন্য নিযুক্তদের ট্রেনিং দেবে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন। শিক্ষানবিস আইন মেনেই হবে এই নিয়োগ। নিযুক্তদের পোস্টিং পশ্চিমবঙ্গ দিল্লি এবং হরিয়ানায় হতে চলেছে।

আগ্রহীদের ন্যাশনাল অ্যাপ্রেন্টিস ট্রেনিং স্কিমের পোর্টালে গিয়ে নিজেদের নাম নথিভুক্ত করতে হবে এবং তারপরে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের ওয়েবসাইটে সমস্ত নথি সহ আবেদন করতে হবে। আবেদন প্রক্রিয়া আগামী ১৬ ডিসেম্বর থেকে শুরু হবে এবং আগামী ৫ জানুয়ারি পর্যন্ত চলবে। বিভিন্ন পদে অনলাইন পরীক্ষার মাধ্যমে হবে নিয়োগ। শিক্ষাগত যোগ্যতা এবং বাকি বিস্তারিত দেখতে আপনি ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের ওয়েবসাইটের এই নোটিশ দেখতে পারেন।