আজ বৃহস্পতিবার, লক্ষ্মীবারে কেমন যাবে আপনার ভাগ্য, জানুন আজকের রাশিফল

আজ ১৯শে মার্চ, বৃহস্পতিবার। জেনে নিন নিজের রাশিফল সম্পর্কে।

মেষঃ আজ আপনাকে বিশেষ কিছু কাজ করতে হবে। টাকাপয়সার ব্যাপারে সচেতন হতে হবে।

বৃষঃ আজ আপনার জন্য সেরা দিন। তবে শুধু মুখের কথা না কাজ করেও দেখাতে হবে।

মিথুনঃ শিক্ষা এবং টাকাপয়সার দিক দিয়ে খুবই ভালো দিন। অপ্রত্যাশিত ভালো কিছু পেতে পারেন।

কর্কটঃ স্বামী- স্ত্রীর সম্পর্ক ভালো হবে। ব্যবসায় লাভ হবে। আপনার শত্রুর সংখ্যা বাড়ছে।

সিংহঃ মন ভালো থাকবে না আজ। শত্রুতাযোগ রয়েছে। শারীরিক সমস্যা দেখা যাবে।

কন্যাঃ যাকে ভালোবাসবেন তার জন্যে কিছু করবেন তবুও সে ভুল বুঝবে। কিছু না চেয়ে কাজ করে যান।

তুলাঃ পারিবারিক দিক থেকে শুভ নয়। শারীরিক সমস্যা দেখা দিতে পারে।

বৃশ্চিকঃ সততা ও সাহসীকতার পুরস্কার পাবেন। কেউ সাথে না থাকলে একলা চলুন।

ধনুঃ কথা সংযত করুন, নাহলে সমস্যায় পড়বেন। অপ্রয়োজনীয় কথা বলবেন না।

মকরঃ শরীর ও মন ভালো না থাকলেও কিছু কিছু জায়গায় খুব ভালো হবে।

কুম্ভঃ ব্যয় কমাতে হবে। ভুল পরামর্শ বিপদে ফেলতে পারে।

মীনঃ কর্মক্ষেত্রে সুনাম পাবেন। একা কাজ না করে সবাই মিলে করুন।