কেমন যাবে আজকের দিনটা? জানুন আজকের রাশিফল

আজ ১ লা সেপ্টেম্বর রবিবার, জোতিষ শাস্ত্রের মতে রাশি অনুযায়ি প্রত্যেক ব্যক্তির এক একটি দিন এক এক রকম হয়। আজকের দিনটি কোন রাশির ব্যক্তিদের ক্ষেত্রে খুবই শুভ আর কোন রাশির…

Avatar

আজ ১ লা সেপ্টেম্বর রবিবার, জোতিষ শাস্ত্রের মতে রাশি অনুযায়ি প্রত্যেক ব্যক্তির এক একটি দিন এক এক রকম হয়। আজকের দিনটি কোন রাশির ব্যক্তিদের ক্ষেত্রে খুবই শুভ আর কোন রাশির ব্যক্তিদের ক্ষেত্রে খুবই অশুভ তা জেনে নিন-

মেষরাশি: আর্থিক চিন্তা দেখা দেবে।

বৃষ: গৃহ সংস্কার করতে পারেন।

মিথুনরাশি: কোমরে বেদনা অনুভব করতে পারেন।

কর্কটরাশি: সঞ্চয়ের চিন্তা।

সিংহরাশি: মনোমালিন্য ভাব দেখা দেবে।

কন্যারাশি: দায়িত্ব বেড়ে যাবে।

তুলারাশি: স্ত্রীর সহযোগিতা লাভ করবেন।

বৃশ্চিকরাশি: কৰ্ম্মী সমস্যা।

ধনুরাশি: স্নায়ু পীড়ায় ভুগবেন।

মকররাশি: মাতৃ পীড়ায় চিন্তা করবেন।

কুম্ভ: অশান্তির আশঙ্কা।

মিন: নিরানন্দ।