সংক্রমণ রুখতে সপ্তাহে দুদিন রাজ্যে সম্পূর্ণ লকডাউন, নির্দেশিকা জারি নবান্নের

রাজ্যে দ্রুতহারে বাড়ছে করোনা সংক্রমণ। রাজ্যের বেশ কিছু জায়গাতে গোষ্ঠী সংক্রমণ শুরু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। তাই নতুন করে লকডাউন ঘোষণা করেছে সরকার। আগামী বৃহস্পতিবার ও শনিবার সম্পূর্ণ লকডাউন…

Avatar

রাজ্যে দ্রুতহারে বাড়ছে করোনা সংক্রমণ। রাজ্যের বেশ কিছু জায়গাতে গোষ্ঠী সংক্রমণ শুরু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। তাই নতুন করে লকডাউন ঘোষণা করেছে সরকার। আগামী বৃহস্পতিবার ও শনিবার সম্পূর্ণ লকডাউন থাকবে। পরের সপ্তাহে বুধবার লকডাউনের ঘোষণা হয়েছে। সকাল ৬ টা থেকে রাত ১০ টা পর্যন্ত সম্পূর্ণ লকডাউন থাকবে। এই নির্দেশিকা জারি করা হয়েছে নবান্নে তরফ থেকে।

নির্দেশিকাতে সমস্ত অত্যাবশ্যকীয় পরিষেবাতে ছাড় দেওয়া হয়েছে। তবে সমস্ত সরকারি ও বেসরকারি অফিস বন্ধ থাকবে। সমস্ত গণ পরিবহন ব্যবস্থাও বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। ছাড় দেওয়া হয়েছে থানা, দমকল, আদালত, দুধ ও ওষুধের দোকান। কৃষিকাজ, চা বাগান, ই-কমার্স, কারখানা খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

About Author