Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

বছরের শুরুতেই LOC বরাবর সন্ত্রাসীদের হামলা, অনুপ্রবেশকারীদের রুখতে শহিদ দুই ভারতীয় জওয়ান

Updated :  Wednesday, January 1, 2020 11:33 AM

সন্ত্রাসদমনে বুধবার বছরের প্রথম দিনে সকাল থেকে ভারতীয় সেনাবাহিনী জম্মু-কাশ্মীরের নওশেরা সেক্টরে তল্লাশি অভিযান চালায়। গোপন সূত্রে খবর পাওয়ার পর ভারতীয় সেনা জওয়ানরা এই অভিযান চালায়। শুরু হয় সংঘর্ষ এবং এই সংঘর্ষে ২ জন সেনা জওয়ান নিহত হন। এলাকাজুড়ে তল্লাশি অব্যাহত।

ভারতীয় সেনা গোটা এলাকা ঘিরে রেখেছে। ভোর রাতে জঙ্গিরা কাশ্মীর থেকে অনুপ্রবেশের চেষ্টা করে এবং নৌসেরা সেক্টরে খারি থারায়ত জঙ্গলে প্রবেশ করে। তারপরই কর্ডন অ্যান্ড সার্চ অপারেশনে দুই ভারতীয় সেনা জওয়ান কে লক্ষ্য করে গুলি চালায় জঙ্গিরা।

আরও পড়ুন : রেলপথে ভাড়া বৃদ্ধি, এসি-নন এসি’র জন্য কত টাকা ভাড়া বাড়ল, জেনে নিন

কিছুদিন আগেও উত্তর কাশ্মীরের উড়ি সেক্টরে পাকিস্তান বাহিনীর গুলিতে প্রাণ হারায় এক ভারতীয় সেনা জওয়ান। জম্মু-কাশ্মীরের উরি সেক্টরে গোলাবর্ষণের পাশাপাশি সন্নিহিত গ্রামেও পাকিস্থান বাহিনী চালায় গোলাবর্ষণ। যার ফলে আতঙ্ক ছড়িয়ে যায় সন্নিহিত গ্রাম গুলিতেও। শহিদ হন একজন ভারতীয় সেনা জওয়ান এবং তিনজন সাধারণ নাগরিক নিহত হন ওই হামলায়। সেই আতঙ্কের পর আবার কাশ্মীরে নাশকতা ঘটাতে তৎপর পাকিস্তান।