সোমবার রাতে ভারতীয় সেনাবাহিনীর উপরে চীনের সেনাবাহিনীর হামলা চালানোর ঘটনায় কমপক্ষে ২০ জন ভারতীয় সেনা জওয়ানের মৃত্যু হয়েছে। ওই ঘটনায় ভারতীয় সেনাবাহিনীর হাতে চীনের কমপক্ষে ৪৩ জন জওয়ান মারা গিয়েছে। সংবাদ সংস্থা, এএনআই জানাচ্ছে একথা। এই সংখ্যা আরও বাড়তে পারে বলে খবর সেনা সূত্রে।
এএনআই তাদের খবরে জানিয়েছে, সোমবার রাতে গালওয়ান উপত্যকায় চীনা সেনাবাহিনী হামলা চালায় ভারতীয় সেনাবাহিনীর উপর। পাল্টা জবাব দেওয়া হয় ভারতীয় সেনাবাহিনীর তরফেও। সেই ঘটনাতেই চীন সেনাবাহিনীর ৪৩ জন জওয়ান এবং ভারতীয় সেনাবাহিনীর ২০ জন জওয়ান মারা গিয়েছে বলে খবর। অনেক জওয়ানই আহত অবস্থায় হাসপাতালে ভর্তি, ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।
এদিকে মঙ্গলবার স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে,নিয়ন্ত্রণরেখায় শান্তি ফেরাতে সামরিক এবং কূটনৈতিক স্তরে আলোচনা চালাচ্ছে ভারত এবং চীন। খুব শীঘ্রই সমস্যার সমাধান হবে বলে জানানো হয়েছে। মঙ্গলবার প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ভারত চীন পরিস্থিতি নিয়ে আলোচনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে। এছাড়াও জল, স্থল ও বায়ুসেনার প্রধান এবং সিডিএস বিপিন রাওয়াতের সাথেও বৈঠক করেন প্রতিরক্ষা মন্ত্রী। বিদেশমন্ত্রী এস জয়শঙ্করও এই বৈঠকে অংশ নেন বলে জানা গিয়েছে।