Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

চলছে ২০০ টি ট্রেন, টিকিট বুকিং-র নতুন নিয়মগুলো জেনে নিন

আজ থেকে চালু হচ্ছে মেল ও এক্সপ্রেস ট্রেন পরিষেবা। ১ জুন থেকে ২০০ টি দূরপাল্লার ট্রেন চালু করবে বলে জানিয়েছিল ভারতীয় রেল। এই ট্রেনের টিকিট বুকিং শুরু হয়েছিল ২১ মে…

Avatar

আজ থেকে চালু হচ্ছে মেল ও এক্সপ্রেস ট্রেন পরিষেবা। ১ জুন থেকে ২০০ টি দূরপাল্লার ট্রেন চালু করবে বলে জানিয়েছিল ভারতীয় রেল। এই ট্রেনের টিকিট বুকিং শুরু হয়েছিল ২১ মে সকাল ১০ টা থেকে। এই মেল ও এক্সপ্রেস ট্রেনগুলিতে পুরোপুরি রিজার্ভ থাকবে এবং ট্রেনগুলিতে এসি ও নন এসি উভয় কামরাই থাকবে। এই ট্রেনে জেনারেল বগিতেও কনফার্ম টিকিট কেটে উঠতে হবে। কোনো আন-রিজার্ভড টিকিট থাকবে না। আইআরসিটিসি জানিয়েছে, এই ট্রেনগুলির টিকিট মূল্য আগের মতোই থাকবে। প্রত্যেক যাত্রীর জন্যই সিট  বরাদ্দ থাকবে। তবে এই ট্রেনগুলির টিকিট বুকিং করার ক্ষেত্রে আগে থেকে আইআরসিটিসির নিয়মকানুন জেনে রাখুন।

আইআরসিটিসির টিকিট বুকিং করার ক্ষেত্রে রেলের নিয়মগুলো অবশ্যই জেনে নিন-

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

১) আইআরসিটিসির ওয়েবসাইট থেকে টিকিট বুকিং করা যাবে। এছাড়া যাত্রী টিকিট সুবিধা কেন্দ্র, পোস্ট অফিস থেকেও টিকিট বুকিং করা যাবে।

২) কোনোরকম এজেন্ট মারফত টিকিট বুকিং হবে না।

৩) অ্যাডভান্স টিকিট বুকিংয়ের সময় ৩০ দিন  ৷

৪) আরএসি এবং ওয়েটিং লিস্টের ক্ষেত্রে আগের নিয়ম বজায় থাকবে। কনফার্ম টিকিট ছাড়া কেউ ট্রেনে উঠতে পারবেন  না। ওয়েটিং লিস্টের যাত্রীরাও ট্রেনে উঠতে পারবেন না।

৫) যাত্রা শুরুর সময় কোনো টিকিট কাটা যাবে না।

৬) তৎকাল এবং প্রিমিয়াম তৎকাল বুকিং এই ট্রেনে চালু থাকবে না।

About Author