জানেন কি আজকের দিনটি আপনার কেমন কাটবে? কি বলছে আপনার রাশিফল

আজ 20-ই সেপ্টেম্বর শুক্রবার, জোতিষ শাস্ত্রের মতে রাশি অনুযায়ি প্রত্যেক ব্যক্তির এক একটি দিন এক এক রকম হয়। আজকের দিনটি কোন রাশির ব্যক্তিদের ক্ষেত্রে খুবই শুভ আর কোন রাশির ব্যক্তিদের…

Avatar

আজ 20-ই সেপ্টেম্বর শুক্রবার, জোতিষ শাস্ত্রের মতে রাশি অনুযায়ি প্রত্যেক ব্যক্তির এক একটি দিন এক এক রকম হয়। আজকের দিনটি কোন রাশির ব্যক্তিদের ক্ষেত্রে খুবই শুভ আর কোন রাশির ব্যক্তিদের ক্ষেত্রে খুবই অশুভ তা জেনে নিন-

মেষরাশি: মামলা-মোকদ্দমা।

বৃষ: স্বাস্থ্যের অবনতি হবে।

মিথুনরাশি: দাম্পত্য জীবনে সুখী হবেন।

কর্কটরাশি: শুভ সংবাদ আসবে।

সিংহরাশি: আর্থিক উন্নতির সম্ভাবনা রয়েছে।

কন্যারাশি: সমস্যার সমাধান হবে।

তুলারাশি: আশা পূরণ হবে।

বৃশ্চিকরাশি: সুযোগ লাভ করবেন।

ধনুরাশি: আরোগ্য লাভ করবেন।

মকররাশি: ন্যায্য প্রাপ্তিতে বিঘ্ন হবে।

কুম্ভ: অর্থাগম বিলম্ব হবে।

মিন: আনন্দ লাভ করবেন।