Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

২১’শে ফেব্রুয়ারী ভ্যালেন্টাইন্স ডে পালন করলেন শুভশ্রী! তার জীবনের সেরা প্রাপ্তি কে?

Updated :  Tuesday, February 22, 2022 9:22 AM

২১’শে ফেব্রুয়ারি ভাষা দিবসের দিনেই জন্মদিন বিধায়ক-পরিচালক রাজ চক্রবর্তীর। এদিন তার জন্মদিনের জন্য শুভশ্রী তার উদ্দেশ্যে জন্মদিনের শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন। সেই শুভেচ্ছাবার্তায় অভিনেত্রী লিখে জানিয়েছেন, এই দিনটা তার জন্য ভ্যালেন্টাইন্স ডে কারণ এদিন তার ভালোবাসার জন্মদিন। তিনি তার জীবনসঙ্গী রাজ চক্রবর্তীকে জন্মদিনের শুভেচ্ছাবার্তা জানিয়ে ভগবানের কাছে প্রার্থনা করেছেন, তিনি জীবনে যা চান তাই যেন পান। তিনি তার জীবনের সবথেকে বড় প্রাপ্তি। ভালোবাসায় ভরা এমন কথার মাধ্যমেই রাজ চক্রবর্তীকে জন্মদিনের শুভেচ্ছাবার্তা জানিয়েছেন অভিনেত্রী।

শত ব্যস্ততার মাঝেও বিধায়ক-পরিচালক রাজ চক্রবর্তী জন্মদিনের আগের রাতটা নিজের ঘনিষ্ঠ বন্ধু-বান্ধব ও স্ত্রী শুভশ্রী গাঙ্গুলীর সাথেই হইহল্লা করে কাটিয়েছেন। এমনকি রাজ চক্রবর্তীকে সারপ্রাইজ দেওয়ার জন্য স্টেজে উঠে ‘মন মাঝিরে’ গানটি গলা খুলে গেয়েছেন অভিনেত্রী। স্টেজে গিটার হাতে তাকে সঙ্গ দিয়েছিলেন জিৎ গাঙ্গুলী নিজে। সম্প্রতি সেই ভিডিও সোশ্যাল মিডিয়ার পাতায় রীতিমত ভাইরাল হয়েছে। এদিন শুভশ্রী গাঙ্গুলীকে লাল ড্রেসে দেখা গিয়েছিল। আর বার্থডে বয় অর্থাৎ রাজ চক্রবর্তীকে কালো শার্ট ও ব্লু রিপড্ ডেনিমে দেখা দিয়েছে।

রবিবার মধ্যরাতে একটি পাঁচতারা হোটেলে কেককেটে পালন করা হয়েছে রাজ চক্রবর্তীর জন্মদিন। দু’থাকের একটি বড় কেক নিয়ে আসা হয়েছিল। কেক কেটে সবার প্রথমে শুভশ্রীকেই খাইয়েছেন পরিচালক। কেক কাটা শেষে খোলা হয়েছিল শ্যাম্পেনের বোতলও। এদিন এই পার্টিতে উপস্থিত ছিলেন অভিনেত্রী ও পরিচালকের একেবারে ঘনিষ্ঠ বন্ধু-বান্ধবরা। বলাই বাহুল্য, একেবারেই হইহল্লা করেই কেটেছে জন্মদিনের আগের রাতটা। এই মুহূর্তে নিজের সোশ্যাল মিডিয়ার পাতায় রাজ চক্রবর্তীর সাথে একাধিক ছবি শেয়ার করে নিয়েছেন অভিনেত্রী নিজেই, যা পছন্দ করেছেন তাদের অনুরাগীরা। অসংখ্য মানুষ অভিনেত্রীর এই পোষ্টের মাধ্যমে রাজ চক্রবর্তীকে জন্মদিনের শুভেচ্ছাবার্তা জানিয়েছেন।