বিশ্বের সবথেকে শক্তিশালী দেশ হয়েও কিচ্ছু করতে পারছে না আমেরিকা। সর্বকালের সেরা দেশ সবসময়ই বিশ্বের আর্থিক ও ছোট দেশগুলিকে অত্যাচার করতে ছাড়েনি। আর সর্বদাই এই দেশের মধ্যে অহংকার পরিপূর্ণ। তাদের কাছে একমাত্র তারাই সেরা আর সবাই অনেক নিচে। তবে এই মুহূর্তে দেখা যাচ্ছে বিশ্বের সেরা চিকিৎসা ব্যবস্থা থাকা সত্বেও ঘায়েল করতে পারছে না মারণ ভাইরাসকে।
অতি ক্ষুদ্র এই ভাইরাসের কাছে কার্যত পরাজিত বিশ্বের প্রথম স্থানে থাকা দেশ। বর্তমানে আমেরিকার যা অবস্থা তা ভেঙে দিয়েছে ২৪৪ বছরের রেকর্ড। লকডাউনের জেরে স্তব্দ দেশ। বহু মানুষ বেকার হয়ে পড়েছেন। এরকম শোচনীয় অবস্থা হবে আমেরিকার তা হয়তো দুঃস্বপ্নেও ভাবেনি সেই দেশের মানুষ। করোনার থাবা বসেছে সেই দেশের নর্দার্ন মারিয়ানা আইল্যান্ড, ভার্জিন আইল্যান্ড, ডিস্টরিকট অফ কলম্বিয়া সহ ৫০ অঙ্গ রাজ্যে।
সবচেয়ে ক্ষতি হয়েছে নিউইয়র্ক ও নিউ জার্সিতে। তাই নিউ ইয়র্ক ও নিউ জার্সির মতো অন্যান্য অঙ্গ রাজ্যেগুলিতে যাতে এরকম ভয়াবহ পরিস্থিতি না হয় এবং মৃত্যুমিছিল না হয়, তার জন্য শনিবার দেশের ৫০ অঙ্গ রাজ্য সহ সব নিয়ন্ত্রণাধীন অঞ্চলেই জরুরি অবস্থা জারি করেছেন ট্রাম্পের দেশ। শনিবার সেই বিলেই সই করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মারিক যুক্তরাষ্ট্রে আক্রান্তের সংখ্যা ৫ লক্ষ ছাড়িয়ে গেছে আর মৃত্যু হয়েছে ২০ হাজারের বেশি মানুষের।