আজ ২৯ শে এপ্রিল বুধবার, জানুন আপনার জীবনে কী হতে চলছে

আজ ২৯শে এপ্রিল, বুধবার। নিজের রাশি অনুযায়ী জেনে নিন কেমন কাটবে আজকের দিনটি।

মেষঃ যারা ক্রীড়ার সাথে যুক্ত, তারা আজ বিশেষ সাফল্য লাভ করবেন।

বৃষঃ যারা সাংবাদিকতার সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য আজ খুবই শুভ।

মিথুনঃ আপনি আজ নতুন কাজ আরম্ভ করতে পারেন। মনোযোগ সহকারে করুন।

কর্কটঃ কর্ম সুত্রে যারা বিদেশে থাকেন, তারা আজ সাফল্য লাভ করবেন।

সিংহঃ আজ অস্থিরতা বৃদ্ধি পেতে পারে। মাথা ঠান্ডা রেখে কাজ করুন।

কন্যাঃ আজ বন্ধু দ্বারা ক্ষতির সম্ভাবনা রয়েছে। ভেবেচিন্তে পদক্ষেপ নিন।

তুলাঃ শারীরিক দিক দিয়ে আজ ভালো যাবে। শরীরের উন্নতি ঘটবে।

বৃশ্চিকঃ যারা রাজনৈতিক কাজে যুক্ত রয়েছেন, তাদের জন্য আজকের দিনটি খুবই শুভ।

ধনুঃ নিজের কর্মক্ষেত্রে আজ উৎসাহ লাভ করবেন। ফলে সাফল্যের সম্ভাবনা বাড়বে।

মকরঃ পারিবারিক দিক দিয়ে খুব একটা ভালো যাবে না। সন্তানের জন্য চিন্তা হতে পারে।

কুম্ভঃ আজ আপনি মনঃকষ্ট পেতে পারেন। পরিবারের সাথে সময় কাটান।

মীনঃ আজ পারিবারিক দিক দিয়ে খুবই শুভ। মাতৃস্নেহ লাভ করতে পারেন।