Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

২৪ ঘন্টায় দেশজুড়ে আক্রান্ত সাড়ে ৩ লাখ, বাংলায় আক্রান্ত ১৩ হাজারের কাছাকাছি

Updated :  Saturday, April 24, 2021 12:07 PM

করোনা ভাইরাস সংক্রমণ দেশে প্রতিদিন পাল্লা দিয়ে বৃদ্ধি পাচ্ছে। চলতি বছরের শুরুতে করোনার প্রকোপ অনেকটা কমে গেলেও আবারও ক্রমে ভয়ঙ্কর হয়ে উঠেছে এই মারণব্যাধি। এপ্রিল মাসের শেষের দিকে এখন দৈনিক সংক্রমণ সাড়ে ৩ লাখের গণ্ডি অতিক্রম করেছে। নতুন মিউট্যান্ট স্ট্রেনে সংক্রমণের মাত্রা এবং মৃত্যুহার লাফিয়ে বাড়ছে। এমন অবস্থায় ভারতের বেশিরভাগ রাজ্যে বেড পাওয়া যাচ্ছে না এবং অক্সিজেনের ঘাটতি দেখা গেছে। গোটা দেশের মধ্যে ভোটমুখী বাংলার অবস্থাও বেশ শোচনীয়। প্রতিদিন দৈনিক সংক্রমণ বেড়ে যাচ্ছে।

সম্প্রতি স্বাস্থ্যমন্ত্রী সূত্রে প্রকাশিত একটি পরিসংখ্যান জানিয়েছে যে, গোটা দেশে বর্তমানে নতুন মিউট্যান্ট স্ট্রেনে করোনা সংক্রমণ সাড়ে ৩ লাখ অতিক্রম করেছে। এত সংখ্যক আক্রান্ত এর আগে কখনো দেখেনি ভারত। পরিসংখ্যান অনুযায়ী দেখা গেছে শুধুমাত্র গত ২৪ ঘন্টায় ভারতজুড়ে আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৪৬ হাজার ৭৮৬ জন। আক্রান্তের পাশাপাশি লাফিয়ে বাড়ছে মৃত্যুহার। গতকাল ভারত রেকর্ড মৃত্যুর সংখ্যা দেখেছে। ২৪ ঘন্টায় দেশজুড়ে মৃত্যু হয়েছে ২৬২৪ জনের। দেশের পাশাপাশি রাজ্যতেও করোনা আক্রান্ত ব্যাপক পরিমাণে বৃদ্ধি পেয়েছে। গত ২৪ ঘন্টায় রাজ্যে আক্রান্তের সংখ্যা ১২ হাজার ৮৭৬ জন।

এছাড়াও পরিসংখ্যান অনুযায়ী জানা গিয়েছে, গত বছর থেকে ভারতে মোট করোনা আক্রান্ত হয়ে দাঁড়িয়েছে ১ কোটি ৬৬ লাখ ১০ হাজার ৪৮১ জন। তাদের মধ্যে সুস্থ হয়েছেন ১ কোটি ৩৮ লাখ ৬৭ হাজার ৯৯৭ জন। মৃত্যু হয়েছে ১ লাখ ৮৯ হাজার ৫৪৪ জনের। বর্তমানে চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে দেশজুড়ে অ্যাক্টিভ করোনা রোগীর সংখ্যা। আসলে এক ধাক্কায় হঠাৎ করে অ্যাক্টিভ রোগী বেড়ে যাওয়ায় স্বাস্থ্যব্যবস্থা ভেঙে পড়েছে।