ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

২১৪ টাকায় প্রতিদিন ৩ জিবি ডেটা, Jio কে টক্কর দিতে BSNL নিয়ে আসছে নতুন আকর্ষণীয় প্ল্যান

এই প্ল্যান আপনারা ব্যবহার করতে পারেন যদি আপনি জিও এবং ভোডাফোনের প্ল্যান নিয়ে চিন্তায় থাকেন

Advertisement
Advertisement

জিও, এয়ারটেল আর ভিআইয়ের মূল্যবৃদ্ধির জেরে দেশের অনেকেই খুঁজছেন সাশ্রয়ী মূল্যের প্যাক। আর এই সুযোগকে কাজে লাগিয়ে BSNL তাদের নতুন অফার দিয়ে গ্রাহকদের আকর্ষণ করছে।

Advertisement
Advertisement

সাশ্রয়ী মূল্যে 3GB ডেটা প্রতিদিন:

BSNL তাদের সাম্প্রতিক টুইটে জানিয়েছে, মাত্র ৫৯৯ টাকায় গ্রাহকরা ৮৪ দিনের জন্য প্রতিদিন ৩ জিবি ডেটা পাবেন। এর সাথে অসীম কল এবং প্রতিদিন ১০০টি এসএমএসও থাকছে। অর্থাৎ, মাসে মাত্র ২১৪ টাকায় গ্রাহকরা প্রতিদিন ৩ জিবি ডেটা উপভোগ করতে পারবেন। অর্থাৎ, আপনারা মোট ২৫২ জিবি ইন্টারনেট পাবেন।

Advertisement

২০২৫ সালে আসছে 5G:

অন্যদিকে, BSNL-এর অন্ধ্র প্রদেশের প্রিন্সিপাল জেনারেল ম্যানেজার, এল. শ্রীনু জানিয়েছেন, ২০২৫ সালের মধ্যে BSNL তাদের ৫জি পরিষেবা চালু করার লক্ষ্যে কাজ করছে।

Advertisement
Advertisement

কেন BSNL-এর দিকে ঝুঁকছেন গ্রাহকরা?

অন্যান্য টেলিকম কোম্পানির তুলনায় BSNL-এর প্যাক অনেক সাশ্রয়ী। BSNL একটি সরকারি কোম্পানি হওয়ায় গ্রাহকরা নিশ্চিত থাকতে পারেন যে পরিষেবা বন্ধ হয়ে যাবে না।

BSNL-এর অফিশিয়াল ওয়েবসাইট বা নিকটস্থ BSNL কেন্দ্র থেকে এই প্যাকটি নেওয়া যাবে। মনে রাখবেন, এই অফার সীমিত সময়ের জন্য হতে পারে। তাই দেরি না করেই এই সুযোগ কাজে লাগান।

Related Articles

Back to top button