দেশনিউজ

তিন জইশ জঙ্গিকে খতম করল ভারতীয় সেনা, কাশ্মীর জুড়ে বন্ধ ইন্টারনেট পরিষেবা

Advertisement

সেনা জঙ্গি লড়াইয়ে ফের উত্তপ্ত হয়ে উঠলো জম্মু কাশ্মীর। বুধবার সকাল থেকেই কাশ্মীরের পুলওয়ামার কঙ্গন এলাকায় শুরু হয়েছে গুলির লড়াই। এই লড়াইয়ে তিন জঙ্গিকে নিকেশ করেছে ভারতীয় সেনা। কঙ্গন এলাকায় জঙ্গিদের লুকিয়ে থাকার খবর পেয়ে তল্লাশি চালায় সেনাবাহিনী। সেনা জঙ্গি গুলির লড়াইয়ে নিহত হয় তিন জইশ ই মহম্মদ জঙ্গি।

জম্মু ও কাশ্মীরের পুলিশ জানিয়েছে যে, গোপন সূত্রে খবর পেয়ে জঙ্গিদের আত্মগোপন করে থাকা জায়গাটিকে ঘিরে ফেলে সেনা ও পুলিশের যৌথ বাহিনী। এরপরই শুরু হয় গুলির লড়াই। এই সংঘর্ষে খতম হয় তিন জঙ্গি। যাদের মধ্যে এক জইশ কমান্ডার রয়েছে বলে অনুমান পুলিশের। ইতিমধ্যে আঁটোসাঁটো করা হয়েছে উপত্যকার নিরাপত্তা। নিরাপত্তার কারণে বন্ধ করে দেওয়া হয়েছে ইন্টারনেট পরিষেবা।

মঙ্গলবারই নারকো টেরর মডিউল ধরা পড়ে কাশ্মীরে। জানা গেছে, জম্মু ও কাশ্মীরের বুদাগাম জেলা জুড়ে এই মডিউল সক্রিয় হয়ে উঠেছিল বলে জানা গেছে। এই মডিউলের সঙ্গে জড়িত ৬ সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। পাকিস্তানের নিষিদ্ধ জঙ্গি সংগঠন জইশ ই মহম্মদের সঙ্গে প্রত্যক্ষ যোগাযোগ ছিল বলে জানিয়েছে কাশ্মীর পুলিশ। এরা ভারতীয় সেনার উপর হামলা চালানোর ছক কষেছিল বলে পুলিশ সূত্রে জানা গেছে।

সীমান্তে অনুপ্রবেশ করে পাক নিষিদ্ধ সংগঠন জইশকে অর্থ সাহায্যের পাশাপাশি মাদক পাচার ও অস্ত্র পাচারের কাজেও যুক্ত ছিল ওরা। গোপন সূত্রে খবর পেয়ে বুদাগাম জেলার চাদোরা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে কাশ্মীর পুলিশ, সেনা ও আধা সামরিক বাহিনীর যৌথ বাহিনী।

Related Articles

Back to top button