Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

কেন্দ্রীয় কর্মচারী এবং পেনশন ভোগীদের জন্য বড় খবর, এক ধাক্কায় তিন শতাংশ বাড়বে মহার্ঘভাতা

Updated :  Sunday, September 8, 2024 11:00 AM
Da hike

সেপ্টেম্বর মাসে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা ৩ শতাংশ আবারো বৃদ্ধি হবার সম্ভাবনা রয়েছে যার কারণে মহার্ঘ ভাতা ৫০ শতাংশ থেকে বৃদ্ধি পেয়ে ৫৩ শতাংশ হতে পারে বলে জানা যাচ্ছে। ভারতের নতুন এআইসিপিআই সূচক অনুসারে, এবারে ভারত সরকারের তরফ থেকে আগামী ২৫ সেপ্টেম্বর বৈঠকে কেন্দ্রীয় কর্মচারীদের মহার্ঘ ভাতা বৃদ্ধি করার সিদ্ধান্ত নেওয়া হতে পারে। এই নতুন সিদ্ধান্তের ফলে ভারতের কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা দারুন ভাবে লাভবান হবেন। সপ্তম বেতন কমিশনের আওতায় আসা কেন্দ্রীয় কর্মচারীদের মহার্ঘ ভাতা কার্যতা নিশ্চিত বলা যেতে পারে। চলতি মাসে জানুয়ারি থেকে জুন মাসের মধ্যে যেভাবে মূল্যবৃদ্ধি হয়েছে সেই নিরিখে আরও তিন শতাংশ মহার্ঘ ভাতা বাড়বেই। ফলে, এখনো পর্যন্ত আনুষ্ঠানিক ঘোষণা না আসলেও পুজোর আগে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা একটা ভালো খবর পেতে চলেছেন বলে জানাচ্ছে বেশ কিছু অর্থনৈতিক দুনিয়ার মিডিয়া।

কিভাবে বাড়বে মহার্ঘ ভাতা?

আপনাদের জানিয়ে রাখি কেন্দ্রীয় কর্মীদের মহার্ঘ ভাতা ৩ শতাংশ বৃদ্ধি করতে চলেছে কেন্দ্রীয় সরকার। আগামী ২৫শে সেপ্টেম্বরের বৈঠকের পরে, এই পুরো বিষয়টা আরো ভালোভাবে জানা যাবে বলে জানা যাচ্ছে। কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এখনো পর্যন্ত কোন আনুষ্ঠানিক ঘোষণা না করা হলেও, AICPI সূচকের হিসাব অনুযায়ী ২০২৪ সালের জুন মাসের মধ্যে মহার্ঘ ভাতা ৫৩.৩৩ শতাংশ হয়ে গিয়েছিল। সরকার দশমিকের পরের সংখ্যা প্রত্যাখ্যান করে থাকে। ফলে এবারে মহার্ঘ ভাতা ৩ শতাংশ বাড়িয়ে ৫৩ শতাংশ করা হতে পারে বলে জানাচ্ছে অর্থনৈতিক মহল।

কত বেতন পাবেন সরকারি কর্মচারীরা?

ধরে নেওয়া যাক কোন একজন সরকারি কর্মচারীর মূল বেতন ১৮ হাজার টাকা। প্রতি মাসে ৫৪০ টাকা করে বেশি বেতন পাবেন এবার থেকে। ছয় মাসে তিনি ৩,২৪০ টাকা বেশি বেতন পেয়ে যাবেন। অর্থাৎ আগে তুলনায় কিছুটা হলেও বেড়ে যাবে বেতন। অন্যদিকে যারা ৫৬,৯০০ টাকার বেসিক বেতনের চাকুরে, তারা প্রতি মাসে ১৭০৭ টাকা বেশি বেতন পেয়ে যাবেন। অর্থাৎ তারা ৬ মাস পরে কিন্তু ১০,২৪২ টাকা বেশি পেয়ে যাবেন বেতন। যদিও এখনও পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হয়নি এই ব্যাপারে। তবে অর্থনৈতিক মহলের ধারণা খুব শীঘ্রই মোদি সরকারের তরফ থেকে এই সিদ্ধান্ত গ্রহণ করা হবে।