শুক্রবার জম্মুর নিকটবর্তী নাগরোটায টোল প্লাজায় গুলির লড়াইয়ে কমপক্ষে তিন জন সন্ত্রাসবাদী নিহত হয়েছে বলে সেনা সূত্রে খবর। সন্ত্রাসবাদীরা একটি ট্রাকে করে শ্রীনগরের দিকে যাচ্ছিল। জম্মু-শ্রীনগর রাজ্য সড়কের বান টোল প্লাজায় সিকিউরিটি চেকিং-এর জন্য ভোর ৫ টার দিকে ট্রাকে থামানো হলে সন্ত্রাসবাদীরা সুরক্ষা দলের উপর গুলি চালানোর পরে এক পুলিশ সদস্য আহতও হন।
‘সকালে একজন সন্ত্রাসবাদী নিহত হয়েছিল। সংলগ্ন জঙ্গল এলাকায় আরও দু’জনকে হত্যা করা হয়েছে। তাদের মরদেহ রাস্তায় তুলে আনা হচ্ছে।’ জম্মু ও কাশ্মীরের পুলিশ আধিকারিক দিলবাগ সিং একথা জানান। ‘এই ট্রাকে চার থেকে পাঁচজন সন্ত্রাসবাদী রয়েছে বলে ধারণা করা হচ্ছে। তারা কাঠুয়া জেলার হিরানগর সেক্টর থেকে অনুপ্রবেশ করেছিল বলে সন্দেহ করা হচ্ছে।’ আরও জানান তিনি।
আহত পুলিশ আধিকারিককে স্থানীয় হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। পুলিশ আধিকারিক (জম্মু অঞ্চল) মুকেশ সিং জানান, ট্রাক থেকে একটি একে ৪৭ অ্যাসল্ট রাইফেল, ম্যাগাজিন এবং গ্রেনেড উদ্ধার করা হয়েছে। ‘আমরা ট্রাকের সহায়ককে গ্রেপ্তার করেছি। সন্ত্রাসীরা সম্ভবত বিদেশি, যাদের স্থানীয়রা সহায়তা করছিল।’ বলেন তিনি।
কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ ফোর্সের (সিআরপিএফ) এক মুখপাত্র জানান, যে গুলি চালানোর পরে নিরাপত্তা কর্মীরা তৎক্ষণাৎ পাল্টা জবাব দিয়েছিল এবং সঙ্গে সঙে তল্লাশি অভিযান চালানো হয়েছিল।
শিবনন্দন বলেন, ‘আমাদের টোল প্লাজায় সিআরপিএফ এবং জম্মু ও কাশ্মীর পুলিশের একটি যৌথ বাহিনী মোতায়েন রয়েছে।’ মুখপাত্র জানিয়েছেন, ঘটনাস্থলে অতিরিক্ত নিরাপত্তা বাহিনী প্রেরণ করা হয়েছে এবং রাজ্য সড়কে যান চলাচল স্থগিত করা হয়েছে।