মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে টাস্ক ফোর্স একটি বৈঠকে বিশেষজ্ঞরা জানিয়েছেন শুরু করা যেতে পারে কিছু ভ্যাকসিনের ট্রায়াল এবং এ ব্যাপারে আশাবাদী তারা। ভারতের পক্ষ থেকে খোঁজ চালানো হচ্ছে করোনা প্রতিকারে কমের উপর ৩০ রকম ভ্যাকসিনের। এই ৩০ টি ভ্যাকসিনের মধ্যে একেকটি ভ্যাকসিনের পরীক্ষা রয়েছে একেক জায়গায় ।
মঙ্গলবার এই বৈঠকে করোনার ভ্যাকসিন, করোনা নির্ধারণে কি কি করনীয় সেইসব জরুরি বিষয়গুলি নিয়ে আলোচনা হয়। বৈঠকের সমাপ্তির পরে প্রধানমন্ত্রীর দফতর থেকে প্রকাশিত বিবৃতিতে বলা হয় পরীক্ষামূলক অবস্থানে আছে ৩০টির বেশি ভারতীয় ভ্যাকসিন, এছাড়াও পরীক্ষাগারে খতিয়ে দেখা হচ্ছে ক্যান্ডিডেট ভ্যাকসিন।
করোনা মোকাবিলায় বাজার চলতি চারটি ওষুধ কাজে লাগানো যায় কিনা দেখা হচ্ছে সেই দিকটি। করোনা প্রতিকারে ভেষজ পদ্ধতির ব্যবহার সম্ভব কি না খোঁজা হচ্ছে সেই সম্ভাবনাও। বাইরে থেকে টেস্টিংয়ের সরঞ্জাম আনার যে সমস্যা তার কোনো সমাধান করা যায় কি না সেই দায়িত্ব ভারতীয় স্টার্ট-আপগুলি তুলে নিয়েছে। উদ্ভাবকের ভূমিকায় অবতীর্ণ হচ্ছে ভারতীয় কোম্পানিগুলিই।