Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

ESI-তে অন্তর্ভুক্ত হলেই মিলবে ৩০,০০০ টাকা? জেনে নিন নতুন নিয়ম

এমপ্লয়িজ স্টেট ইনস্যুরেন্স (ESI)-এ অন্তর্ভুক্তির জন্য বেতনের সর্বোচ্চ সীমা বাড়তে চলেছে। বর্তমানে, যেসব কর্মীর মাসিক বেতন সর্বোচ্চ ২১,০০০ টাকা, তারা এই সুবিধার আওতায় আসতে পারেন। কিন্তু নতুন নিয়ম অনুসারে, এই…

Avatar

এমপ্লয়িজ স্টেট ইনস্যুরেন্স (ESI)-এ অন্তর্ভুক্তির জন্য বেতনের সর্বোচ্চ সীমা বাড়তে চলেছে। বর্তমানে, যেসব কর্মীর মাসিক বেতন সর্বোচ্চ ২১,০০০ টাকা, তারা এই সুবিধার আওতায় আসতে পারেন। কিন্তু নতুন নিয়ম অনুসারে, এই সীমা বাড়িয়ে ৩০,০০০ টাকা করার প্রস্তাব করা হয়েছে।

ESI-তে কী পরিবর্তন আসছে?

বর্তমান নিয়ম অনুযায়ী, মাসিক ২১,০০০ টাকার কম বেতনভুক্ত কর্মীরা ESI-এর সুবিধা পান। নতুন নিয়ম কার্যকর হলে, ৩০,০০০ টাকা পর্যন্ত বেতনপ্রাপ্ত কর্মীরাও এই প্রকল্পের আওতায় আসতে পারবেন। এর ফলে আরও বেশি কর্মী বিনামূল্যে চিকিৎসা এবং বিমার সুবিধা পাবেন।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

ESI-তে যোগ দিলে কী সুবিধা মিলবে?

– বিনামূল্যে চিকিৎসা ও চিকিৎসা সংক্রান্ত সুবিধা
– কর্মক্ষেত্রে দুর্ঘটনাজনিত মৃত্যু বা অঙ্গহানির ক্ষেত্রে আর্থিক সহায়তা
– কর্মশক্তি হারালে ক্ষতিপূরণ
– কর্মীর মৃত্যুর পর পরিবারকে পেনশন সুবিধা

কর্মীর অবদান কত?

ESI প্রকল্পের আওতায় থাকা কর্মীদের মাসিক বেতনের ০.৭৫% কেটে নেওয়া হয়, আর নিয়োগকর্তা (কোম্পানি) ৩.৭৫% অবদান রাখে।

আপনার জন্য কতটা উপকারী?

সম্প্রতি, বণিকসভা মার্চেন্ট চেম্বার আয়োজিত এক আলোচনায় পশ্চিমবঙ্গ ও সিকিমের অতিরিক্ত কমিশনার ও আঞ্চলিক কর্তা অমরিশ কুমার শর্মা এই পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন। কর্মীদের দীর্ঘদিনের দাবি বাস্তবায়নের সম্ভাবনায় খুশির আমেজ ছড়িয়ে পড়েছে। এখন দেখার বিষয়, সরকার কবে নাগাদ এই নতুন নিয়ম কার্যকর করে।

About Author