আজ মঙ্গলবার ৩১ শে মার্চ, জানুন আজকের রাশিফল

আজ ৩১শে মার্চ, মঙ্গলবার। জেনে নিন কেমন কাটবে আজকের দিনটি।

মেষঃ আজ আপনার জন্য খুবই শুভ। সৌভাগ্য লাভ করতে পারেন আজ।

বৃষঃ আজ কোনো ব্যাপার নিয়ে চিন্তান্বিত থাকতে পারেন। কাছের মানুষদের সাথে আলোচনা করে সমাধান করুন।

মিথুনঃ আজ আপনি দানধ্যান করতে পারেন। ফলে মানসিকভাবে খুশি থাকবেন।

কর্কটঃ কোথাও যাত্রার ক্ষেত্রে শুভ নয়। পথে বিপদের সম্ভাবনা।

সিংহঃ আজ আপনার জন্য বিশেষ ভাবে শুভ। অর্থ আগমনের সম্ভাবনা রয়েছে।

কন্যাঃ আজ আপনার উন্নতির যোগ রয়েছে। ফলে মন ভালো থাকবে।

তুলাঃ স্নায়ুরোগের সম্ভাবনা রয়েছে। শরীরের প্রতি যত্নশীল হতে হবে।

বৃশ্চিকঃ পারিবারিক দিক দিয়ে শুভ। দাম্পত্য সুখ উপভোগ করবেন।

ধনুঃ আজ আপনার জন্য খুবই ভালো যাবে। বন্ধুদের সমাগম ঘটতে পারে।

মকরঃ কোনো বিষয় নিয়ে উত্তেজনা বৃদ্ধি পেতে পারে। মাথা ঠান্ডা রেখে কাজ করুন।

কুম্ভঃ চক্ষুরোগের কারণে কষ্ট পেতে পারেন। চিকিৎসকের পরামর্শ নিন।

মীনঃ অতিরিক্ত ব্যয়ের সম্ভাবনা রয়েছে। পরিকল্পনা করে ব্যয় করুন।